স্ত্রী ছেড়ে যাওয়ার পর এক মাস শুধু বিয়ার, শেষে যা ঘটল থাইল্যান্ডের যুবকের সঙ্গে!

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ২০:২৪:৩৫
স্ত্রী ছেড়ে যাওয়ার পর এক মাস শুধু বিয়ার, শেষে যা ঘটল থাইল্যান্ডের যুবকের সঙ্গে!
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের রায়ং প্রদেশে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। বিবাহবিচ্ছেদের মানসিক যন্ত্রণা ভুলতে গিয়ে এক ব্যক্তি টানা এক মাস কোনো খাবার না খেয়ে শুধু বিয়ার পান করেই বেঁচে থাকার চেষ্টা করেন। এতে শেষ পর্যন্ত প্রাণ হারাতে হয় তাকে।

স্থানীয় পুলিশ ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বান চ্যাং জেলার বাসিন্দা ৪৪ বছর বয়সী থাওয়েসাক নামওংসা স্ত্রী থেকে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর তিনি স্বাভাবিক খাবার গ্রহণ পুরোপুরি বন্ধ করে দেন এবং শুধু বিয়ার পান করে দিন কাটাতে থাকেন।

তার ১৬ বছর বয়সী ছেলে জানিয়েছে, সে প্রতিদিন বাবার জন্য রান্না করত এবং খাওয়ার জন্য অনুরোধ করত। কিন্তু থাওয়েসাক কোনোভাবেই খাবার গ্রহণ করতে চাইতেন না। সারাদিন শুধু বিয়ার খেয়ে থাকতেন, অন্য কিছু করতেন না।

ঘটনার দিন স্কুল থেকে ফিরে ছেলে দেখতে পায়, বাবা মেঝেতে পড়ে ছটফট করছেন। শরীরে খিঁচুনি উঠছে। সঙ্গে সঙ্গে জরুরি সেবায় ফোন করলেও প্যারামেডিক দল পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

পুলিশ ও প্যারামেডিক দলের বর্ণনা অনুযায়ী, থাওয়েসাকের ঘরটি ছিল অত্যন্ত বিশৃঙ্খল—মেঝেজুড়ে শতাধিক খালি বিয়ারের বোতল পড়ে ছিল। চলাফেরা করার মতো জায়গাও ছিল না।

পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের ফলেই এই মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছে কর্তৃপক্ষ।

সূত্র : আনন্দবাজার

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ