পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করে ধরা পড়লেন সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ১৮:২১:৫২
পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করে ধরা পড়লেন সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা

রাতের আঁধারে গোপনে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের সময় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের এক সাবেক নেতা। তার নাম মোহাম্মদ নজরুল ইসলাম সোহেল (৪৫)। তিনি পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ছিলেন এবং পাবনা সদর উপজেলার কাছারিপাড়া এলাকার বাসিন্দা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, সোমবার (৭ জুলাই) গভীর রাতে মুর্শিদাবাদের হরিরামপুর ঘাট এলাকায় রানীতলা থানার পুলিশ নজরুল ইসলামকে আটক করে। গোপন সূত্রে খবর পেয়ে রানীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজিত ঘোষের নেতৃত্বে পুলিশ সীমান্ত এলাকায় তল্লাশি চালায়। এরপর তাকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে নজরুল দাবি করেন, দেশে রাজনৈতিক প্রতিশোধপরায়ণতার শিকার হয়ে তিনি ভারতে পালিয়ে গেছেন। তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আমাকে রাজনৈতিক হয়রানি, হামলা, ঘরবাড়ি ভাঙচুর, শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির মধ্যে পড়তে হয়েছে। শেখ হাসিনা যেভাবে ভারতে আশ্রয় নিয়েছেন, আমিও একই পথ অনুসরণ করেছি।”

তবে ভারতীয় পুলিশ তার এই বক্তব্য আমলে না নিয়ে ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্ট ও পাসপোর্ট আইনের একাধিক ধারায় মামলা রুজু করে। মঙ্গলবার (৮ জুলাই) তাকে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়।

ঘটনার পর মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্ত টহল ও চেকপোস্ট কার্যক্রমে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে আইনশৃঙ্খলা বাহিনী। সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের ধরতে নেওয়া হয়েছে অতিরিক্ত পদক্ষেপ।

নজরুল ইসলাম পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় নেতা ছিলেন। দেশে সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি আলোচনায় আসেন। তার অনুপ্রবেশ এবং ভারতীয় কর্তৃপক্ষের পদক্ষেপ বাংলাদেশ-ভারত সীমান্ত নিরাপত্তা এবং রাজনৈতিক উদ্বাস্তু বিষয়কে নতুন আলোচনায় নিয়ে এসেছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ