শহীদদের রক্তের সঙ্গে ওয়াকআউট করা যায় না: নাসির পাটোয়ারী"

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ২১:২২:৩৬
শহীদদের রক্তের সঙ্গে ওয়াকআউট করা যায় না: নাসির পাটোয়ারী"
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দীন পাটোয়ারী বলেছেন, যারা আন্দোলনে শহীদ হয়েছেন বা আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের পরিপ্রেক্ষিতে রাজনীতি থেকে ‘ওয়াকআউট’ করা গ্রহণযোগ্য নয়। সোমবার (২৮ জুলাই) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হল মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক আন্দোলনে যখন হামলা হয়েছে, গুলি ছোড়া হয়েছে, তখন এনসিপির কেউ আন্দোলনের ময়দান ছেড়ে যায়নি। কিন্তু আজ যখন শহীদের রক্ত আর আহতদের অঙ্গহানির স্মৃতি নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা চলছে, তখন কিছু রাজনৈতিক শক্তি (বিএনপি) ওয়াকআউট করছে—এটি হতাশাজনক। তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, “আপনারা ফিরে এসেছেন, আমরা আপনাদের স্বাগত জানাই। কিন্তু শহীদদের রক্তের সঙ্গে ওয়াকআউট চলে না।”

নাসির উদ্দীন আরও বলেন, শহীদ ও আহতদের স্বপ্ন ছিল—একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ, যেখানে সাধারণ মানুষ সুচিকিৎসা পাবে, রাষ্ট্রে থাকবে জবাবদিহিতা ও সংস্কার। কিন্তু সেই পথে এগোতে গিয়ে নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য—বাংলাদেশের পূর্ণ সংস্কার। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন বিচার ও সংস্কার। সংস্কারের মাধ্যমেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে।”

এর আগে পদযাত্রাটি শহীদ রিদওয়ান হাসান সাগর চত্বর থেকে শুরু হয়ে টাউন হল মাঠে পৌঁছায়। সেখানে শহীদ পরিবারের সদস্য ও আহত ‘জুলাই যোদ্ধারাও’ অংশ নেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ