“পারমাণবিক রাষ্ট্র” স্বীকৃতি ছাড়া আলোচনায় নয়: কিম জো ইয়ো জং

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৯ ১১:১৭:২২
“পারমাণবিক রাষ্ট্র” স্বীকৃতি ছাড়া আলোচনায় নয়: কিম জো ইয়ো জং
ছবিঃ সংগৃহীত

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম জো ইয়ো জং আবারও কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রকে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, উত্তর কোরিয়াকে পারমাণবিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলে কিংবা পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্যে কোনো আলোচনা চেষ্টা চালালে তা ‘পুরোপুরি প্রত্যাখ্যাত’ হবে।

বিবৃতিতে তিনি বলেন, “আমাদের দেশের পারমাণবিক অস্ত্রধারী অবস্থান অস্বীকার করার যেকোনো প্রচেষ্টা আমরা কঠোরভাবে প্রত্যাখ্যান করবো।” তিনি আরও স্পষ্ট করেন যে, কিম জং উন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ‘খারাপ নয়’, তবে সেই সম্পর্ককে যদি ভবিষ্যতে পারমাণবিক নিরস্ত্রীকরণের উদ্দেশ্যে কাজে লাগানো হয়, তাহলে তা হবে “উল্টো পক্ষকে অপমান করার শামিল।”

প্রসঙ্গত, ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে কিম জং উনের সঙ্গে তিনবার সাক্ষাৎ করেন, যার মধ্যে সর্বশেষ ২০১৯ সালে ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত সম্মেলনটি চুক্তি ছাড়াই ভেঙে পড়ে। এরপর থেকেই উত্তর কোরিয়া আবার তাদের পারমাণবিক কার্যক্রম জোরদার করে।

কিম জো ইয়ো জং-এর বক্তব্যে বলা হয়, “সম্প্রতি হোয়াইট হাউসের একজন দায়িত্বশীল ব্যক্তি মন্তব্য করেছেন যে ট্রাম্প এখনও কিম জং উনের সঙ্গে আলোচনা করতে আগ্রহী, যদি এর মাধ্যমে উত্তর কোরিয়ার সম্পূর্ণ নিরস্ত্রীকরণ সম্ভব হয়।” তিনি এ বক্তব্যকে সরাসরি বিদ্রূপ হিসেবে চিহ্নিত করেন এবং বলেন, “এভাবে সম্পর্ককে কাজে লাগানো হলে, তা হবে উপহাস ছাড়া কিছু নয়।”

উত্তর কোরিয়ার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, তারা নিজেদেরকে পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলে কোনো আলোচনার ক্ষেত্র থাকবে না। মার্কিন নীতিনির্ধারকদের উদ্দেশে কিম জো ইয়ো জং বলেন, “আপনাদের এই ভুল ধারণা ত্যাগ করুন যে আমরা সম্পর্কের ওপর ভর করে অস্ত্র ত্যাগ করবো।”

বিশ্লেষকদের মতে, এই বিবৃতি ট্রাম্পের সম্ভাব্য নতুন প্রেসিডেন্সি এবং ভবিষ্যৎ আলোচনার সম্ভাবনাকে জটিল করে তুলতে পারে।

-হাসানুজ্জামান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ