সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে যা বললেন জামায়াত আমির!

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ২২:১২:১৪
সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে যা বললেন জামায়াত আমির!
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অতীতে রাজনৈতিক সরকারের হস্তক্ষেপে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এ পরিস্থিতির চূড়ান্ত মূল্য দিতে হচ্ছে দেশের সাধারণ জনগণকে, যা ভবিষ্যতে আর গ্রহণযোগ্য নয়।

সোমবার (২৮ জুলাই) রাত ৭টা ৩৯ মিনিটে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন তিনি। সেখানে তিনি বলেন, ভবিষ্যতে যদি জনগণের ভোটে সেবা করার সুযোগ আসে, তাহলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় সরকারের প্রভাবমুক্ত রেখে একটি স্বতন্ত্র নিয়োগ কাঠামোর আওতায় আনতে হবে। এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে আয়োজিত সভা’তে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। সেখানে তিনি ২৪ জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের পরিবারের সদস্যদের উপযুক্ত বিবেচনায় সরকারি চাকরি প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, এটি কোনো দয়া নয়, বরং শহীদ পরিবারগুলোর ন্যায্য অধিকার। তাদের পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।

জুলাই শহীদ পরিবারের জন্য চাকরি প্রদানের বিষয়টি ‘কোটা’ হিসেবে দেখতে নারাজ জামায়াত আমির। তার ভাষায়, ‘‘এটা কোটা নয়। কোটা হচ্ছে যুগ যুগ ধরে ক্ষমতাবানদের সুবিধা নিশ্চিত করার উপায়। শহীদ পরিবার তা চায়নি, আমরা নিজেরা দায়িত্ববোধ থেকেই তা দিতে চাই।’’

ডা. শফিকুর রহমান বলেন, ‘‘জুলাই বিপ্লবের যোদ্ধারা না থাকলে আজ আমাদের অনেকেই হয়তো জেলে থাকত। তাদের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। অথচ আজও সেই শহীদদের স্বীকৃতি ও মর্যাদা দেওয়া হয়নি।’’

তিনি আরও বলেন, ‘‘জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে নানা আলোচনা চলছে, তবে বাস্তবে অগ্রগতি নেই। জামায়াতে ইসলামী শহীদ পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। প্রয়োজনে আমরা তাদের সম্মানের জীবন নিশ্চিত করতে ভিক্ষাও করব, কিন্তু ন্যায়বিচার ও পুনর্বাসনের প্রশ্নে কোনো আপস করব না।’’

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ