বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ চীনের, নজর নবায়নযোগ্য খাতে

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৭ ২০:০০:৫৬
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ চীনের, নজর নবায়নযোগ্য খাতে
বাংলাদেশের প্রধান খাতগুলোতে বিনিয়োগে আগ্রহী চীনা ব্যবসায়ীরা: বিডা

চীনের ব্যবসায়ীদের মধ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক, স্বাস্থ্যসেবা ও কনজ্যুমার ইলেকট্রনিকস খাতে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। সম্প্রতি চীনের সাংহাই ও গুয়াংজু শহরে ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেছেন দেশটির বিনিয়োগকারীরা।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) যৌথ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সফরকালে ২১ জুলাই সাংহাইয়ে বাংলাদেশ দূতাবাস ও বিডার আয়োজনে অনুষ্ঠিত বিনিয়োগ সেমিনারে শতাধিক চীনা বিনিয়োগকারী অংশ নেন।

সেমিনারে চীনের ‘হান্ডা ইন্ডাস্ট্রিজ’ ও ‘নিউ টাইগার এনার্জি’ নামের দুটি কোম্পানি বাংলাদেশে তাদের বিনিয়োগ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে মতামত দেয়। এছাড়া বাংলাদেশ প্রতিনিধি দল সফরে ২৫টিরও বেশি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেয়।

চৌধুরী আশিক মাহমুদ জানান, চীনা কোম্পানিগুলোর পক্ষ থেকে যে ইতিবাচক সাড়া পাওয়া গেছে, তা ভবিষ্যতে আরও বিনিয়োগ আহরণে উৎসাহ দেবে। তিনি বলেন, ‘আমরা চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের সাম্প্রতিক নীতিগত উন্নয়ন, মুদ্রা স্থিতিশীলতা এবং বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণ সম্পর্কে অবহিত করেছি, এবং তারা এসব পদক্ষেপের প্রশংসা করেছেন।’

সফরে বিডা ও বেজার প্রতিনিধিদের পাশাপাশি সিটিব্যাংক এনএ, ইবিএল, এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রতিনিধিরাও অংশ নেন। সফরকালে চীনের শীর্ষ ব্যবসায়িক সংগঠন এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

এছাড়া পূর্ব এশিয়ায় বিনিয়োগকারীদের আরও ভালো সেবা দিতে বিডার প্রথম আন্তর্জাতিক অফিস স্থাপন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ