বাংলাদেশে বৈদেশিক মুদ্রার জোয়ার, ২৬ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৭ ১৮:২৯:৩৯
বাংলাদেশে বৈদেশিক মুদ্রার জোয়ার, ২৬ দিনেই রেমিট্যান্স ২৩ হাজার কোটি টাকা
ছবি: সংগৃহীত

চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯৩ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৫৮৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরলে)। এ তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। চলতি মাসের বাকি দিনগুলোতেও রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকলে জুলাই শেষে মোট প্রবাসী আয় ২৩০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো রেমিট্যান্স বেড়ে যাওয়ার পেছনে হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রবাসী আয়ের ওপর ঘোষিত প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

তাঁরা আরও জানান, প্রবাসীদের সহজে এবং নির্ভরযোগ্যভাবে টাকা পাঠানোর সুযোগ তৈরির কারণে রেমিট্যান্স পাঠাতে এখন অনেকেই বৈধ পথ ব্যবহার করছেন। এর ফলে দেশীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ