জুলাই সনদ নিয়ে সব দলের কাছে চিঠি—৩০ জুলাইয়ের মধ্যে মতামত চাইল কমিশন

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ২০:১২:০১
জুলাই সনদ নিয়ে সব দলের কাছে চিঠি—৩০ জুলাইয়ের মধ্যে মতামত চাইল কমিশন

জাতীয় ঐকমত্যের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে, ৩০ জুলাইয়ের মধ্যে মতামত চেয়েছে কমিশন

জুলাই সনদের খসড়া কপি দেশের সব রাজনৈতিক দলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সুপারিশ, পরামর্শ বা প্রয়োজনীয় পরিবর্তন সংক্রান্ত মতামত জানতে আগামী ৩০ জুলাই দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

আলী রীয়াজ বলেন, ‍‘বৈঠকে আমরা সব দলকে খসড়া সনদ বুঝিয়ে দিয়েছি এবং তাদের অনুরোধ করেছি, যদি তারা কোনো পরামর্শ বা সংশোধনের কথা বলতে চান, তাহলে নির্ধারিত সময়ের মধ্যেই তা জানাতে হবে।’ তিনি আরও জানান, আলোচনা চলছে এবং যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হবে, তা চূড়ান্ত সনদে অন্তর্ভুক্ত করা হবে।

কমিশনের এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে একটি জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ