কুমিল্লার মেয়র কন্যাসহ বাহার পরিবারে সিআইডির নজর, বিপুল অর্থ জব্দ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ২০:০৩:২৪
কুমিল্লার মেয়র কন্যাসহ বাহার পরিবারে সিআইডির নজর, বিপুল অর্থ জব্দ
ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার ১৭ কোটি টাকারও বেশি অর্থের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারণা, জালিয়াতি, অবৈধ কমিশন গ্রহণ, হুন্ডির মাধ্যমে টাকা সংগ্রহ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে বাহার ও সূচনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের ১৭টি ব্যাংকের মোট ৫৩টি হিসাব জব্দ করা হয়েছে, যাতে রয়েছে ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা।

এ বিষয়ে আরও বলা হয়, সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধান কর্মকর্তার আবেদনের ভিত্তিতে গত ৮ জুলাই ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ এই হিসাবগুলো ফ্রিজ করার নির্দেশ দেন।

বাহাউদ্দিন বাহার এবং তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে তদন্ত চলছে। সিআইডি জানিয়েছে, মানি লন্ডারিং আইনে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ