যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: ট্রাম্পের মন্তব্যে চরম প্রতিক্রিয়া

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৯ ১১:০৫:৩২
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: ট্রাম্পের মন্তব্যে চরম প্রতিক্রিয়া
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আবারও চরমে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ফের হামলা চালালে, তারা আরও "কঠোর এবং অপ্রতিরোধ্য প্রতিক্রিয়া" জানাবে, যা "আড়াল করারও সুযোগ থাকবে না।" সোমবার এক্স (পূর্বতন টুইটার)-এ দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।

এই বক্তব্য এসেছে এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্কটল্যান্ড সফরে বলেন, “ইরানের পারমাণবিক সক্ষমতা আমরা একবার ধ্বংস করে দিয়েছি। তারা আবার শুরু করলে, এবার আরও দ্রুত মুছে দেব।” ট্রাম্পের এমন মন্তব্যের প্রেক্ষিতে আরাকচির প্রতিক্রিয়া রাজনৈতিক বিশ্লেষকদের মতে একপ্রকার সরাসরি জবাব।

বিশ্লেষকদের ভাষ্য মতে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কতটা ক্ষতি হয়েছে তা এখনও পরিষ্কার নয়। তবে, হামলার আগে ও পরে ইরান বেশ কয়েকবার ইসরায়েলি শহর ও কাতারে একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যেগুলো ছিল পাল্টা প্রতিক্রিয়া।

এদিকে, ইসরায়েল দাবি করেছে তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের পথ থেকে সরাতেই হঠাৎ করে বোমা হামলার পথ বেছে নেয়। তবে এর ফলে চলমান যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা মুখ থুবড়ে পড়ে, যা গত এপ্রিল থেকে শুরু হয়েছিল।

মূল বিরোধের জায়গা ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নীতি নিয়ে। যুক্তরাষ্ট্র এটিকে "রেড লাইন" বা নিষিদ্ধ সীমা হিসেবে দেখলেও, ইরান এটিকে "অঅলোচনার ঊর্ধ্বে থাকা অধিকার" বলে দাবি করেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) জানিয়েছে, ইরান বর্তমানে ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা ৯০ শতাংশ মাত্রার খুব কাছাকাছি — আর এই মাত্রাটিই মূলত পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়।

তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে এবং বলছে, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত। এই প্রসঙ্গে আরাকচি বলেন, “বিদেশি হুমকির কারণে কেউ নিজস্ব প্রযুক্তিতে গড়ে ওঠা শান্তিপূর্ণ বিনিয়োগ এমনিই পরিত্যাগ করে না।”

বিশ্ব রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাকে নতুন পারমাণবিক উত্তেজনার সূচনা হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এ পরিস্থিতিকে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে।

-হাসানুজ্জামান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ