ইন্দিরা গান্ধীকে পেছনে ফেললেন মোদি, গড়লেন নতুন রেকর্ড

ভারত ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৬ ০৯:১১:৩১
ইন্দিরা গান্ধীকে পেছনে ফেললেন মোদি, গড়লেন নতুন রেকর্ড
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা দায়িত্ব পালনের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছেন নরেন্দ্র মোদি। সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে পেছনে ফেলে তিনি এখন দেশটির দ্বিতীয় দীর্ঘসময় সেবাদানকারী প্রধানমন্ত্রী।

গতকাল শুক্রবার (২৫ জুলাই) মোদির দায়িত্ব পালনকাল ৪ হাজার ৭৮ দিনে পৌঁছায়। এর ফলে তিনি ইন্দিরা গান্ধীর ৫ হাজার ৮২ দিনের একটানা মেয়াদকে ছাড়িয়ে যান। এই তালিকার শীর্ষে আছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, যিনি টানা ১৬ বছর ২৮৬ দিন এই দায়িত্বে ছিলেন।

নরেন্দ্র মোদি ২০১৪ সালের মে মাসে ভারতের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এরপর ২০১৯ সালে পুনরায় নির্বাচিত হয়ে দ্বিতীয় দফায় দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত তিনি ১১ বছর এবং ৬০ দিন ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

মোদি ভারতের স্বাধীনতার পর জন্ম নেওয়া প্রথম প্রধানমন্ত্রী। সেইসঙ্গে তিনি প্রথম ব্যক্তি যিনি কংগ্রেসের বাইরে থেকে দীর্ঘ সময় এই পদে রয়েছেন। গুজরাটের মত হিন্দিভাষী রাজ্যের বাইরে থেকে উঠে আসা নেতা হিসেবে এটিও একটি উল্লেখযোগ্য মাইলফলক।

প্রধানমন্ত্রী হিসেবে তার সময়কালে একাধিক সংস্কারমূলক কর্মসূচি, ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এবং আর্থিক অন্তর্ভুক্তিমূলক নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেগুলো নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা রয়েছে। তবে রাজনৈতিক বিভাজন সত্ত্বেও নেতৃত্বের স্থায়িত্বে মোদির এই রেকর্ড ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে থাকল।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ