বাঘাইছড়িতে ইউপিডিএফ ঘাঁটিতে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৯ ১১:২৬:৫৪
বাঘাইছড়িতে ইউপিডিএফ ঘাঁটিতে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
ছবিঃ সংগৃহীত

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকা বাঘাইছড়িতে মঙ্গলবার ভোরে একটি বিশেষ অভিযানে নামে বাংলাদেশ সেনাবাহিনী। স্বাধীনতাবাদী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর একটি গোপন ঘাঁটি লক্ষ্য করে এই অভিযান পরিচালিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা যায়, অভিযানের সময় সেনা সদস্যদের সঙ্গে ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, আরও কয়েকটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করেনি সেনাবাহিনী। অভিযান এখনও চলমান রয়েছে এবং পুরো এলাকা ঘিরে রেখে তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী।

প্রসঙ্গত, বাঘাইছড়ি এবং আশপাশের পাহাড়ি অঞ্চল বহুদিন ধরেই স্বাধীনতাবাদী ও সশস্ত্র গ্রুপগুলোর সক্রিয়তার জন্য পরিচিত। নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, এইসব গোষ্ঠী পাহাড়ি এলাকাকে অস্ত্র মজুদের ঘাঁটি ও প্রশিক্ষণকেন্দ্র হিসেবে ব্যবহার করে।

আইএসপিআর জানিয়েছে, “অভিযান শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।” পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ, এবং দূরবর্তী অঞ্চলে অভিযান পরিচালনা করায় তথ্য সংগ্রহে কিছুটা বিলম্ব হচ্ছে।

এই অভিযানের মাধ্যমে আবারও স্পষ্ট হলো, পার্বত্য চট্টগ্রামে বিদ্রোহী গোষ্ঠীগুলোর অস্তিত্ব এখনো একটি বড় নিরাপত্তা হুমকি হিসেবে রয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতে এ ধরনের তৎপরতা রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

-সুত্রঃ আই এস পি আর

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ