সহ-অভিনেতার সঙ্গে বন্ধুত্ব, অন্তরঙ্গ দৃশ্যে ছিল সম্পূর্ণ স্বস্তি

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৯ ১১:৫৯:৪১
সহ-অভিনেতার সঙ্গে বন্ধুত্ব, অন্তরঙ্গ দৃশ্যে ছিল সম্পূর্ণ স্বস্তি
ছবিঃ সত্য নিউজ

বলিউডে নিজের প্রথম সিনেমা ‘আন্দাজ ২’ দিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সুন্দরী ও মেধাবী অভিনেত্রী আকাঈশা। সিনেমাটি মুক্তির আর মাত্র কিছুদিন বাকি। নিজের অনুভূতি জানাতে গিয়ে আকাঈশা বলেন, তিনি খুবই উত্তেজিত ও নার্ভাস। এখনো বিশ্বাস করতে পারছেন না যে তিনি সুনীল দর্শনের মতো বিখ্যাত পরিচালকের সঙ্গে কাজ করেছেন।

আকাঈশা জানিয়েছেন, তিনি আগে কিছু মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন। সেখান থেকেই সুনীল দর্শনের নজরে আসেন। হঠাৎ করেই পরিচালকের অফিস থেকে ফোন আসে। আকাঈশা প্রথমে ভেবেছিলেন কেউ মজা করছে! তাই মা’কে সঙ্গে নিয়ে পরিচালককে দেখতে যান। মাত্র ২-৩ মিনিটের কথাবার্তার পরই পরিচালক তাকে চুক্তিতে সই করতে বলেন। আকাঈশা বলেন, সুনীল দর্শন তখনই বলেছিলেন, “তোমাকে দেখেই বুঝেছি, তুমিই আমার আলিশা।” সিনেমার চরিত্র ‘আলিশা’র সঙ্গে বাস্তব জীবনের আকাঈশার অনেক মিল রয়েছে।

শুটিংয়ের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন আকাঈশা। তিনি জানান, পরিচালক ছিলেন অত্যন্ত ধৈর্যশীল ও শান্ত। সেটে কখনো রেগে যাননি। সহ-অভিনেতা আয়ুষ কুমার এবং অভিনেত্রী নাতাশা ফার্নান্দেজের সঙ্গে তার দারুণ সম্পর্ক গড়ে ওঠে। আয়ুষের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য করার সময় তিনি কখনোই অস্বস্তি অনুভব করেননি, বরং আয়ুষ প্রতিটি দৃশ্যের পরে তাকে নিরাপত্তার আশ্বাস দিতেন। আর নাতাশার সঙ্গে তো দারুণ বন্ধুত্ব হয়ে যায়, কোনো ‘ক্যাটফাইট’ হয়নি।

আকাঈশা বলেন, নতুন মুখদের জন্য বলিউডে কাজ পাওয়া অনেক কঠিন, তবে সম্প্রতি মুক্তি পাওয়া ‘সাইয়ারা’ সিনেমার সাফল্য তাকে আশার আলো দেখাচ্ছে। তিনি বলেন, “নতুন মুখরা যদি এমন সুযোগ পায় এবং দর্শকের ভালোবাসা পায়, তবে আমাদের মতো নবাগতদের জন্যও আশা আছে।”

ব্যক্তিগত জীবন নিয়েও অকপটে কথা বলেন আকাঈশা। দিল্লির মেয়ে এই অভিনেত্রী পরিবারকে সহায়তা করার জন্য শুরু করেছিলেন কাজ। খুব লাজুক স্বভাবের হলেও ক্যামেরার সামনে নিজের আবেগ প্রকাশ করতে পারতেন বলে অভিনয়ে ভালোবাসা জন্মায়। এখনো তিনি মাঝে মাঝে একা সময় কাটাতে পছন্দ করেন, এমনকি নিজের জন্মদিন (৪ নভেম্বর) উপলক্ষে প্রথম একা ভ্রমণের পরিকল্পনাও করছেন।

৮ আগস্ট ‘আন্দাজ ২’ মুক্তি পাবে—এই ভেবে এখন থেকেই ঘুম হারাম হয়ে গেছে তার। তিনি বলেন, “মুক্তির আগের রাতে ঘুম তো আসবেই না, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি একটি সিনেমায় কাজ করেছি এবং তা বড় পর্দায় আসছে।”

-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ