চট্টগ্রামে শুরু বৃক্ষমেলা, ২০৬৫ প্রজাতির চারা প্রদর্শনী

চট্টগ্রাম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ১৯:৫৮:১৫
চট্টগ্রামে শুরু বৃক্ষমেলা, ২০৬৫ প্রজাতির চারা প্রদর্শনী
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লালদীঘি ময়দানে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষ রোপণ অভিযান। চট্টগ্রাম উত্তর বন বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২৮ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জিয়াউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ এবং চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোল্যা রেজাউল করিম। এ ছাড়া চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চারসহ অন্যান্য বন বিভাগের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিকল্পিত বনায়ন অপরিহার্য। কিন্তু শুধু গাছ লাগালেই হবে না, এগুলো রক্ষা করতেও সকলকে এগিয়ে আসতে হবে। টেকসই বনায়নের জন্য জনসচেতনতা গড়ে তোলা গুরুত্বপূর্ণ।

বৃক্ষমেলায় চট্টগ্রামের বিভিন্ন এলাকার নার্সারি মালিক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান মিলিয়ে মোট ৬০টি স্টল অংশ নিয়েছে। মেলায় ফলদ, বনজ, শোভাবর্ধনকারী ও বিরল প্রজাতির ২০৬৫টি গাছের চারা এবং দেশি-বিদেশি ২১০ প্রজাতির ক্যাকটাস প্রদর্শন করা হচ্ছে।

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বন বিভাগ জানিয়েছে, এ ধরনের উদ্যোগে পরিকল্পিত বনায়ন ও সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বাড়বে এবং জীববৈচিত্র্য রক্ষায় মানুষের অংশগ্রহণ আরও দৃঢ় হবে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ