ঘানায় এমপক্সে প্রথম মৃত্যু, বাড়ছে আতঙ্ক

স্বাস্থ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ১০:৩১:০৯
ঘানায় এমপক্সে প্রথম মৃত্যু, বাড়ছে আতঙ্ক
ছবিঃ সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় প্রথমবারের মতো ভাইরাসজনিত রোগ এমপক্সে একজনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। গত সপ্তাহে ২৩টি নতুন সংক্রমণ শনাক্ত হওয়ায়, দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৭-এ। জুন ২০২২ সালে প্রথম শনাক্ত হওয়ার পর এটি এক সপ্তাহে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড, আর এই প্রথম দেশটিতে মৃত্যুর ঘটনা ঘটল।

ঘানার স্বাস্থ্যমন্ত্রী কাওয়াবেনা মিনতা আকানদো স্থানীয় সংবাদ সংস্থা এএফপিকে জানান, “পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে।” তিনি বলেন, “এ ধরনের ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত শনাক্তকরণ এবং সচেতন আচরণই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

এমপক্স, যা আগে ‘মানকিপক্স’ নামে পরিচিত ছিল, একটি ভাইরাসঘটিত সংক্রামক রোগ। এটি স্মলপক্সের (বসন্ত) সঙ্গে সম্পর্কিত। জ্বর, শরীর ব্যথা ও চামড়ায় বিশেষ ধরনের ক্ষতের মাধ্যমে এর লক্ষণ প্রকাশ পায় এবং এটি মারাত্মকও হতে পারে। রোগটি প্রধানত সংক্রামিত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ শারীরিক যোগাযোগের মাধ্যমে কিংবা সংক্রমিত বস্তু বা পৃষ্ঠ স্পর্শের মাধ্যমে ছড়ায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সহায়তায় ঘানার জনস্বাস্থ্য বিভাগ শিগগিরই টিকা গ্রহণ করতে যাচ্ছে। সংস্থাটির একজন পরিচালক ফ্র্যাঙ্কলিন আসিয়েদু-বেকো জানিয়েছেন, “আমরা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে ইতোমধ্যে শনাক্ত করেছি এবং টিকা পৌঁছালে তাৎক্ষণিকভাবে কার্যক্রম শুরু করব।”

এমপক্সের প্রাদুর্ভাব কেবল ঘানাতেই সীমাবদ্ধ নয়, বরং এটি পশ্চিম আফ্রিকা জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত সিয়েরা লিওনে ৩ হাজার ৩৫০টি সংক্রমণ ও ১৬টি মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি কঙ্গো, উগান্ডা ও বুরুন্ডিতেও হাজার হাজার নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে।

আফ্রিকান সিডিসি’র (CDC Africa) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মহাদেশজুড়ে ৪৭ হাজারের বেশি নিশ্চিত সংক্রমণ ও ২২১টি মৃত্যুর রেকর্ড রয়েছে। শুধু ২০২৪ সালেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৭ হাজার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস গত মাসে জানান, এমপক্স এখনো একটি আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হচ্ছে, বিশেষত পশ্চিম আফ্রিকায় সংক্রমণ বৃদ্ধির কারণে।

-আকরাম হোসেন, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ