সাবেক প্রধান বিচারপতির শুনানিতে অসহযোগিতায় ডিএমপির ডিসিকে শোকজ

২০২৫ জুলাই ২৮ ০৮:৪৭:৩০
সাবেক প্রধান বিচারপতির শুনানিতে অসহযোগিতায় ডিএমপির ডিসিকে শোকজ
ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কারাগারে আটক রাখার শুনানিতে বিচারিক কাজে অসহযোগিতা এবং আদালত অবমাননার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের ডিসি তারেক জুবায়েরকে শোকজ করা হয়েছে। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে আদালতে আত্মপক্ষ সমর্থনে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এই শোকজ আদেশ দিয়েছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ।

গত ২৪ জুলাই যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। এরপর তার শুনানির দায়িত্ব দেওয়া হয় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহকে। শুনানির দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিসি তারেক জুবায়ের তার মোবাইল ফোন থেকে বিচারককে কল দেন এবং প্রিজনভ্যানে আটক আসামিকে রাখার প্রস্তাব দেন শুনানি করার জন্য। কিন্তু বিচারক বিষয়টি স্বীকার না করে প্রস্তাব নাকচ করেন এবং আদালতের ভাবমূর্তি রক্ষার পাশাপাশি বিচারিক কাজের সুষ্ঠু পরিচালনার জন্য তা মেনে নেন।

পরবর্তীতে সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে আসামিকে আদালতে হাজির করতে বিলম্ব হলে বিচারক ডিসিকে ফোনে যোগাযোগ করেন এবং উপস্থিতি নিশ্চিত করতে সময় সম্পর্কে তথ্য জানতে চান। ডিসি জানাতে অপারগতা প্রকাশ করেন এবং বিচারকের অনুমিত সময় জানানোর অনুরোধ অস্বীকার করেন। এছাড়াও ডিসি এই বিষয়ে আইন উপদেষ্টা ও ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। বিচারককে প্রয়োজনীয় তথ্য দিতে ডিসির এই অস্বীকৃতি আদালত অবমাননার সমান বলে চিহ্নিত হয়েছে।

আদালত বলেছেন, বিচারিক কার্যক্রম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনে পরিচালিত হওয়া সত্ত্বেও ডিসি তারেক জুবায়ের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় তথ্য দিতে অস্বীকৃতি জানান, যা ‘ধৃষ্টতা ও ঔদ্ধত্যের’ পরিচায়ক। এর ফলে পুলিশ প্রবিধান এবং প্রচলিত আইন লঙ্ঘিত হয়েছে। আদালত উল্লেখ করেছেন, ডিসির এই আচরণ দণ্ডবিধির ১৭৬, ১৭৯ ও ২২৮ ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ।

এছাড়া বিচারক ফৌজদারি কার্যবিধির ২৫ ধারার আওতায় ‘এক্স-অফিসিও জাস্টিস অব পিস’ হিসেবে দায়িত্ব পালন করায় তাকে তথ্য সরবরাহে সহযোগিতা না করাটা আদালত অবমাননার শামিল। এজন্য আদালত শোকজের মাধ্যমে তার বিবৃতি নেয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং ব্যাখ্যা চাওয়া হয়েছে কেন তাকে আদালত অবমাননার মামলায় বিচারিক কার্যধারার সম্মুখীন হতে হবে না।

ডিসি তারেক জুবায়ের বিষয়টি সম্পর্কে বলেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না এবং অফিসিয়ালি তাকে কোনো নোটিশ বা চিঠি দেয়া হয়নি। তিনি দাবি করেন, আদালত অবমাননার কোনো ঘটনা ঘটেনি। এছাড়া জানান, গত শনিবার থেকে তিনি ছুটিতে আছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ