হাঁটুপানিতে দাঁড়িয়ে বিয়ে! ভালোবাসার সামনে হার মানল বন্যা

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৭ ২১:৩১:৩৪
হাঁটুপানিতে দাঁড়িয়ে বিয়ে! ভালোবাসার সামনে হার মানল বন্যা
হাঁটু পানিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সারেন ফিলিপাইনের এই প্রেমিক যুগল। ছবি : সংগৃহীত

ফিলিপাইনের একটি শহরে ভারী বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ের ফলে যখন চারপাশ তলিয়ে গেছে পানিতে, তখন এক যুগল ঠিক করলেন—বিয়েটা পিছিয়ে যাবে না। হাঁটু পানিতে দাঁড়িয়েই তারা বললেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি—‘আমি রাজি।’

পাত্র জেড রিক ভারদিলো এবং পাত্রী জ্যামাইকা আগুইলার, এক দশকের প্রেম শেষে বিয়ে ঠিক করেন ২২ জুলাই। সব প্রস্তুতি শেষ। পরিবার ও বন্ধুবান্ধব প্রস্তুত। কিন্তু ঠিক সে সময়ই আঘাত হানে ঘূর্ণিঝড় ‘উইফা’। অতিবৃষ্টিতে শহরের রাস্তা, গির্জা এমনকি বিয়ের অনুষ্ঠানস্থলও পানিতে তলিয়ে যায়।

প্রায় সবাই ধরে নেন—এই বিয়ে আর হচ্ছে না। কিন্তু জ্যামাইকা ও ভারদিলো সিদ্ধান্ত নেন—ভালোবাসার কাছে প্রাকৃতিক দুর্যোগ কোনো বাধা নয়। তাই নির্ধারিত বারাসোয়াইন গির্জাতেই, হাঁটু পানিতে দাঁড়িয়ে, গলায় মালা পড়িয়ে দিলেন একে অপরকে। উপস্থিত ছিলেন আত্মীয়স্বজন ও বন্ধুরাও। কেউ বরকে ধরে রাখছেন, কেউ কনের পোশাক পানিতে ভিজে যাওয়ার আগে সেটি সামলাচ্ছেন। পেছনে বাজছে গান, চারপাশে অতিথিরা দাঁড়িয়ে আছেন প্লাস্টিকের স্যান্ডেল বা খালি পায়ে।

এই ব্যতিক্রমী বিয়ের ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ বলেন, এটি সিনেমার দৃশ্যকেও হার মানিয়েছে। আবার কেউ বলছেন, এটি ভালোবাসা ও প্রতিজ্ঞার এক অনন্য উদাহরণ।

ভারদিলো ও আগুইলারের এই বিয়ে দেখিয়ে দিয়েছে—ভালোবাসা যদি দৃঢ় হয়, তাহলে কোনো প্রাকৃতিক দুর্যোগই তাকে থামাতে পারে না। আয়োজন নয়, একে অপরকে ভালোবেসে পাশে থাকার সাহসটাই আসল। এই বিয়ে যেন শুধু দুটি মানুষের নয়, বরং ভালোবাসারই এক জয়গান।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ