পুঁজিবাজারে বড় চমক: শীর্ষস্থান দখলে ব্র্যাক ব্যাংক

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৭ ১০:০৮:২৮
পুঁজিবাজারে বড় চমক: শীর্ষস্থান দখলে ব্র্যাক ব্যাংক

দেশের শেয়ারবাজারে এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে বেসরকারি খাতের অন্যতম ব্যাংক ব্র্যাক ব্যাংক। এক বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলারের বেশি মার্কেট ক্যাপিটালাইজেশন (বাজার মূলধন) স্পর্শ করে ব্র্যাক ব্যাংক প্রথম দেশীয় ব্যাংক হিসেবে এই গৌরব অর্জন করল। পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে স্থিতিশীল অবস্থানে থেকে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখা এই ব্যাংকের জন্য এটি এক অসামান্য সাফল্য।

ব্র্যাক ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই অর্জন দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের কাছে ব্যাংকটির কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং করপোরেট সুশাসনের প্রতি দৃঢ় আস্থার প্রতিফলন। ব্যাংকটি ধারাবাহিকভাবে আর্থিক স্থিতিশীলতা ও কর্মদক্ষতার মাধ্যমে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।

বর্তমানে শেয়ারবাজারে ব্র্যাক ব্যাংকের শেয়ারকে ব্লু-চিপ শেয়ার হিসেবে বিবেচনা করা হয়। সম্প্রতি এর শেয়ারের মূল্য ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে। গত ২১ জুলাই ১০ টাকা অভিহিত মূল্যের এই শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ৬৩ টাকা ৭০ পয়সা, যা বিনিয়োগকারীদের আগ্রহ ও আস্থার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

ব্র্যাক ব্যাংকের মোট ১৯৯ কোটি তালিকাভুক্ত শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদ ও স্পন্সরদের অংশ ৪৬.১৭ শতাংশ। বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৩.৭৯ শতাংশ শেয়ার। স্থানীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ১৩.২৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৬.৭৬ শতাংশ শেয়ারের মালিক।

ব্যাংকটির অনুমোদিত মূলধন বর্তমানে ৫ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১ হাজার ৯৯১ কোটি টাকা। প্রতিষ্ঠানটি আর্থিক সূচকের প্রায় সব ক্ষেত্রে ধারাবাহিক ইতিবাচক ফলাফল দেখিয়ে আসছে। আর্নিং পার শেয়ার (EPS), রিটার্ন অন ইকুইটি (ROE), রিটার্ন অন অ্যাসেট (ROA), নন-পারফর্মিং লোন (NPL) এবং কর–পরবর্তী মুনাফা—সবখানেই ব্র্যাক ব্যাংকের অবস্থান প্রশংসনীয়।

এই সাফল্য সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে) তারেক রেফাত উল্লাহ খান বলেন, “বাংলাদেশের প্রথম ও একমাত্র ব্যাংক হিসেবে বাজার মূলধনে এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়া আমাদের জন্য গর্বের এবং আনন্দের। এটি আমাদের শেয়ারহোল্ডার, গ্রাহক ও অংশীদারদের প্রতি আমাদের প্রতিশ্রুতি ও দায়বদ্ধতারই প্রতিফলন।”

তিনি আরও বলেন, “এই অর্জন আমাদের করপোরেট সুশাসন, বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনা এবং টেকসই মূল্য সৃষ্টি ও সামাজিক প্রভাব তৈরির প্রতিশ্রুতি স্পষ্টভাবে তুলে ধরে। ভবিষ্যতেও আমরা এই ধারা বজায় রেখে প্রবৃদ্ধি ও শেয়ারহোল্ডারদের স্বার্থরক্ষা করব।”

২০০১ সালে যাত্রা শুরু করা ব্র্যাক ব্যাংক বর্তমানে দেশের অন্যতম বিস্তৃত ব্যাংকিং কাঠামো গড়ে তুলেছে। সারা দেশে ব্যাংকটির রয়েছে ১৯১টি শাখা, ৯৪টি উপশাখা, ৩৩০টি এটিএম বুথ, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১,১২১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী। বর্তমানে ১৮ লাখের বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক দেশের ব্যাংকিং খাতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে।

-শরিফুল, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ