ক্রিপ্টোতে ঝুঁকছে শতাধিক কোম্পানি, কর্মসংস্থান নয়, পুঁজি যাচ্ছে বিটকয়েনে

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৬ ১২:৩৫:০৫
ক্রিপ্টোতে ঝুঁকছে শতাধিক কোম্পানি, কর্মসংস্থান নয়, পুঁজি যাচ্ছে বিটকয়েনে
ছবি: সংগৃহীত

২০২৫ সালের গ্রীষ্মে বিশ্বের নানা প্রান্তের ৯০টির বেশি কোম্পানি বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করেছে। তবে সেই অর্থ নতুন কারখানা স্থাপন কিংবা কর্মী নিয়োগে ব্যবহার না করে তারা বিনিয়োগ করেছে বিটকয়েনসহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতে।

এই পদক্ষেপকে বিশ্লেষকরা বলছেন “ক্রিপ্টো ট্রেজারি” কৌশল—যার সূচনা করেছিলেন মাইক্রোস্ট্র্যাটেজির নির্বাহী মাইকেল সেলর। তার দেখানো পথ ধরে এখন অনেক ছোট কোম্পানি নিজেদের মূল ব্যবসা থেকে সরে গিয়ে সরাসরি ক্রিপ্টো সম্পদ কিনছে। এর ফলে এসব কোম্পানির শেয়ারের দাম হঠাৎ করেই উল্লম্ফন করছে। বিশেষ করে যেসব কোম্পানি আগে ক্রিপ্টো জগতে সক্রিয় ছিল না, তারাই এখন সবচেয়ে বেশি বিটকয়েন, ইথার বা সোলানা কিনছে।

এক প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল ২০২৫ থেকে এখন পর্যন্ত এ ধরনের কোম্পানিগুলো ক্রিপ্টোতে বিনিয়োগ করেছে প্রায় ১১.৩ বিলিয়ন মার্কিন ডলার।

তবে এই প্রবণতার বিপদও রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এমন বিনিয়োগ উচ্চ ঝুঁকিপূর্ণ। কারণ বাজারে বড় ধরনের পতন হলে কোম্পানির শেয়ারদর এবং তাদের আর্থিক অবস্থান—দু’টিই ক্ষতির মুখে পড়তে পারে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান ঋণ নিয়ে ক্রিপ্টো কিনছে, তাদের জন্য ঝুঁকির মাত্রা আরও বেশি।

বিশ্লেষকদের মতে, সাময়িক লাভ হলেও দীর্ঘমেয়াদে এই কৌশলের ওপর অনেক কিছু নির্ভর করবে—বিশ্ব অর্থনীতির অবস্থা, ক্রিপ্টো মার্কেটের স্থিতিশীলতা এবং কোম্পানিগুলোর আর্থিক কৌশলের ওপর।

সূত্র: ওয়াল স্টিট জার্নাল

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ