দুর্নীতিতে জড়ালে বাবা হলেও ছাড় নয়: এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৭ ০৯:০০:০২
দুর্নীতিতে জড়ালে বাবা হলেও ছাড় নয়: এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ
পথসভায় বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা

নিজ দলের কর্মীদের দুর্নীতিমুক্ত থাকার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দুর্নীতিতে জড়ালে কেউই রেহাই পাবে না—even তিনি নিজে যদি বাবার বিরুদ্ধেও প্রশ্ন তোলার প্রয়োজন পড়ে, সেটাও করবেন।

শনিবার (২৬ জুলাই) রাত ৯টায় কিশোরগঞ্জে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। এনসিপির ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাসনাত বলেন, “বাবা যদি ৩০ হাজার টাকা বেতনে চাকরি করেন, তাহলে ৪০ হাজার টাকার বাসায় কীভাবে থাকেন—সেই প্রশ্নও করতে হবে। নিজের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করতে হবে।”

তিনি বলেন, এনসিপির কর্মীদের দুর্নীতিবিরোধী অবস্থান নিতে হবে এবং অন্য দলের কর্মীদের চেয়ে আলাদা চরিত্র গড়ে তুলতে হবে। কেউ দুর্নীতি করলে, সেটারও প্রতিবাদ করতে হবে।

তিনি আরও বলেন, “যারা মামলা বাণিজ্য ও চাঁদাবাজিতে জড়িত, তাদের সময় শেষ হয়ে আসছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে তারা পালানোর সুযোগ পাবে না।”

হাসনাত জানান, এনসিপির নেতাকর্মীদের সাহস রাখতে হবে। দলের হয়ে যারা কাজ করছে, তাদের প্রয়োজন হলে নেতারা জীবন দিতেও প্রস্তুত। “আমরা শুনেছি, অন্য দলগুলো আমাদের কর্মীদের ভয় দেখাচ্ছে। ধৈর্য ধরুন, আগামী এক বছরে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হবে।”

তিনি কর্মীদের নির্দেশ দেন এলাকার সুনাগরিক ও শিক্ষিত মানুষদের দলে টানার জন্য। “১০০ দুর্নীতিবাজ কর্মীর চেয়ে ১০ জন সৎ মানুষের দরকার। লাখ লাখ লোক নয়, আমরা ভালো মানুষদের নিয়ে এনসিপিকে শক্ত ভিত্তির ওপর গড়ে তুলতে চাই।”

সমাবেশের আগে রাত ৮টায় শহরের পুরাতন স্টেডিয়াম থেকে একটি পদযাত্রা শুরু হয়, যা শেষ হয় পুরান থানা এলাকায় এসে। এ সময় শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা নেয়।

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমীন, যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান, দক্ষিণাঞ্চলের সংগঠক আকরাম হোসেন রাজ এবং উত্তরাঞ্চলের সংগঠক খায়রুল কবির।

সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন এবং সদস্য সচিব ফয়সাল প্রিন্স।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ