ডেঙ্গুর হানায় ফের মৃত্যু, বরিশালে উদ্বেগজনক পরিস্থিতি

স্বাস্থ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৩ ১৯:৪৫:৫৬
ডেঙ্গুর হানায় ফের মৃত্যু, বরিশালে উদ্বেগজনক পরিস্থিতি
ছবিঃ সংগৃহীত

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ ফের বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে নতুন করে ৩১৯ জন আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন অন্তত ৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্যমতে, এদের মধ্যে বরিশাল অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যেখানে একাই ৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

অধিদপ্তর জানায়, অন্যান্য অঞ্চলের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৬১ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ২৯ জন ভর্তি হয়েছেন। এছাড়া, ময়মনসিংহে ৯ জন, রাজশাহীতে ৩০ জন এবং রংপুরে ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮,৩৪৫ জনে, আর মৃত্যু হয়েছে ৬৯ জনের। তবে গত ২৪ ঘণ্টায় ৩৩১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানানো হয়।

গত বছর ২০২৪ সালে ডেঙ্গু মহামারির রূপ নিয়েছিল। সেবার মোট মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের এবং আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ স্বাভাবিকভাবে বাড়ে। তবে বরিশাল অঞ্চলে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ায় স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তারা জনসচেতনতা, বাড়িঘরের চারপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানিতে মশার বংশবিস্তার বন্ধ করা এবং প্রয়োজনীয় ওষুধ ছিটানোর ওপর জোর দিচ্ছেন।

সরকারি স্বাস্থ্যসেবা সংস্থাগুলো ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়িয়েছে এবং নাগরিকদের মশারি ব্যবহারসহ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

-আকরাম হোসেন, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ