এনসিপিতে যোগদানের আহ্বান নাহিদ ইসলামের

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৭ ০৮:০০:৫৮
এনসিপিতে যোগদানের আহ্বান নাহিদ ইসলামের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম কিশোরগঞ্জের জনসাধারণকে তরুণ নেতৃত্বে আস্থা রেখে এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “কিশোরগঞ্জ রাষ্ট্রপতি পেয়েছে বটে, কিন্তু এখানকার মানুষ শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মৌলিক অধিকার থেকে বঞ্চিতই রয়ে গেছে।”

শনিবার (২৬ জুলাই) রাতে কিশোরগঞ্জ শহরের পুরান থানার স্বাধীনতা চত্বর এলাকায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে শহরের পুরাতন স্টেডিয়াম থেকে পদযাত্রা শুরু করে এনসিপি নেতাকর্মীরা। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে সমাবেশে মিলিত হয়।

নাহিদ ইসলাম বলেন, “আপনাদের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি হয়েছিলেন একজন কিশোরগঞ্জবাসী। অথচ তিনিই শেখ হাসিনার হাতে বাংলাদেশকে তুলে দেন। এই মানুষ গণতন্ত্র ও মানবাধিকারকে গলা টিপে হত্যা করেছেন। আজ সময় এসেছে কিশোরগঞ্জ থেকেই ফ্যাসিবাদবিরোধী গণপ্রতিরোধ গড়ে তোলার।”

তিনি হাওরাঞ্চলের দুরবস্থার চিত্র তুলে ধরে বলেন, “স্কুল আছে, শিক্ষক নেই; হাসপাতাল আছে, কিন্তু নেই চিকিৎসক; আছে যুবসমাজ, নেই কর্মসংস্থান। এই বৈষম্যের অবসান ঘটাতে হবে। আমাদের লক্ষ্য, হাওরের শিশুরাও যাতে নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে, প্রত্যন্ত এলাকার মানুষ যেন সুলভ স্বাস্থ্যসেবা পায় এবং যুবসমাজ কর্মসংস্থানের সুযোগ পায়।”

এনসিপি আহ্বায়ক দৃঢ় কণ্ঠে বলেন, “তরুণদের নেতৃত্বেই বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হবে। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যারা পরিবর্তনে আগ্রহী, তাদের জাতীয় নাগরিক পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা বিচার, রাজনৈতিক সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে রাজপথে নেমেছি। এখনো কিশোরগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীরা শহীদ পরিবার ও আহতদের হুমকি দিয়ে চলেছে। যারা এই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

এই সমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও কেন্দ্রীয় নেতা আহনাফ সাঈদ খান।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ