ব্লক মার্কেটে দাপট দেখাল শীর্ষ যেসব কোম্পানি

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৪ ১৭:০৯:৪১
ব্লক মার্কেটে দাপট দেখাল শীর্ষ যেসব কোম্পানি

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৫টি তালিকাভুক্ত প্রতিষ্ঠান সক্রিয়ভাবে লেনদেনে অংশ নিয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৯ কোটি ১৩ লাখ ৯৮ হাজার টাকায়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ-এর শেয়ারে। কোম্পানিটির মোট ৩ কোটি ৭৮ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়, যা এদিন ব্লক মার্কেটের সর্বোচ্চ লেনদেন হিসেবে চিহ্নিত হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদনের স্থান দখল করে ব্র্যাক ব্যাংক, যার মোট লেনদেন হয় ২ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকার। তৃতীয় অবস্থানে রয়েছে দেশের অন্যতম সরকারি মালিকানাধীন কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন, যার শেয়ারের ব্লক লেনদেন হয় ২ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকার।

এছাড়া উল্লেখযোগ্য লেনদেন দেখা গেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড ও প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর শেয়ারে। যথাক্রমে প্রতিষ্ঠান দুটির ব্লক মার্কেট লেনদেনের পরিমাণ ছিল ১ কোটি ৬০ লাখ ৪৪ হাজার এবং ১ কোটি ৫ লাখ ৩০ হাজার টাকা।

বিশ্লেষকদের মতে, ব্লক মার্কেটে একদিনে প্রায় ২০ কোটি টাকার কাছাকাছি এই লেনদেন সামগ্রিক বাজারে বিনিয়োগকারীদের আস্থা ও আগ্রহ বৃদ্ধির একটি ইতিবাচক বার্তা দেয়। বিশেষত যেসব প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে ব্লক মার্কেটে শীর্ষ অবস্থান ধরে রাখছে, সেগুলোর প্রতি বিনিয়োগকারীদের মনোযোগ বেশি বলে ধারণা করা হচ্ছে।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ