‘আমার নামে প্রতারণা’, ফেসবুক লাইভে ক্ষোভ উগরে দিলেন শাবনূর

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৬ ২২:০৮:১২
‘আমার নামে প্রতারণা’, ফেসবুক লাইভে ক্ষোভ উগরে দিলেন শাবনূর
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের নামে ভুয়া একটি ভেরিফায়েড ফেসবুক পেজ চালু হওয়ার ঘটনা নিয়ে আলোচনার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে। বিষয়টি নিয়ে নিজেই সরব হয়েছেন শাবনূর। অস্ট্রেলিয়ার সিডনি থেকে ফেসবুক লাইভে এসে তিনি জানান, বিতর্কিত ভেরিফায়েড পেজটি তার নিয়ন্ত্রণে নেই এবং সেটি সম্পূর্ণ ভুয়া।

শনিবার (২৬ জুলাই) স্থানীয় সময় দুপুর ২টায় ফেসবুক লাইভে এসে শাবনূর বলেন, “আমার একটাই ফেসবুক আইডি আছে, বাকিগুলো ভুয়া। আমি জানি না কে বা কারা আমার পেছনে লেগেছে। আমি মন থেকে সবাইকে ভালোবাসি, কিন্তু কিছু মানুষ কেন এমন করছে, বুঝতে পারছি না।”

শাবনূর অভিযোগ করেন, তার নাম, ছবি এমনকি জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্য ব্যবহার করে ওই পেজটি ভেরিফায়েড করানো হয়েছে। তিনি বলেন, “এই পেজের উদ্দেশ্য মোটেও সৎ নয়, এটি প্রতারণার শামিল।”

তিনি জানান, দীর্ঘদিন ধরে অনেকে তাকে ফেসবুক পেজ ভেরিফায়েড করার পরামর্শ দিলেও তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। তবে এখন বুঝতে পারছেন, অফিসিয়াল আইডি ও পেজের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা দরকার ছিল।

বিকেল ৪টার দিকে মেটা কর্তৃপক্ষ শাবনূরের ফেসবুক আইডি ভেরিফায়েড করে দেয়। পরে তিনি একটি পোস্টে লেখেন, “আলহামদুলিল্লাহ, আমার ফেসবুক আইডি ভেরিফাইড হয়ে গেছে। সবার অনুরোধে এটা সত‍্যায়িত করে নিলাম। আশা করি এখন থেকে আমার অফিসিয়াল আইডি চিনতে কারও অসুবিধা হবে না।”

শাবনূর তার ফেসবুক আইডি ও পেজের নির্ভরযোগ্য লিংক প্রকাশ করেছেন:

ফেসবুক আইডি: Shabnoor Shabnoor

ফেসবুক পেজ:Shabnoor

তিনি আরও জানান, প্রতারণার এ ঘটনায় থানায় জিডি করেছেন এবং সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছেন। শাবনূরের ধারণা, এই চক্রটি বাংলাদেশ থেকেই সক্রিয় এবং এতে একাধিক ব্যক্তি জড়িত।

এর আগেও তার নামে একাধিক ভুয়া আইডি খোলা হয়েছিল এবং মৃত্যুর গুজবও ছড়ানো হয়েছিল। এসব ঘটনায় তিনি নিয়মিত ভক্তদের সতর্ক করে আসছিলেন, কিন্তু প্রতারক চক্র বারবার সক্রিয় হয়ে উঠছে।

উল্লেখ্য, নব্বই দশকের জনপ্রিয় নায়িকা কাজী শারমীন নাহিদ নূপুর, যিনি শাবনূর নামে পরিচিত, 'চাঁদনী রাতে' সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তিনি সালমান শাহের সঙ্গে গড়া জুটিতে ব্যাপক জনপ্রিয়তা পান। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। সেখানে তার একমাত্র ছেলে আইজান নিহানের পড়ালেখা চলছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ