সিলেটে আ.লীগ নেতাকে বাঁচাতে বিএনপি নেতার জাল স্বাক্ষরের অভিযোগ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৬ ২১:৪০:৫০
সিলেটে আ.লীগ নেতাকে বাঁচাতে বিএনপি নেতার জাল স্বাক্ষরের অভিযোগ
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা। ছবি: যুগান্তর

বিএনপি নেতার সিল জাল করে আওয়ামী লীগ নেতাদের বাঁচানোর অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিলেটের দক্ষিণ সুরমা থানায় দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগ নেতাদের রক্ষায় বিএনপির নেতার স্বাক্ষর ও সিল জাল করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা বিএনপি।

শনিবার (২৬ জুলাই) বিকালে দক্ষিণ সুরমার রশিদপুর পয়েন্টের একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বক্তারা জানান, গত ২৫ ডিসেম্বর ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহর সিল ও স্বাক্ষর জাল করে থানায় একটি চিঠি জমা দেওয়া হয়। ওই চিঠিতে দাবি করা হয়, মামলার আসামিরা বিএনপির সমর্থক এবং তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়।

এই জালিয়াতির ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ২৪ জুলাই ‘মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের বাদ দিতে উপজেলা বিএনপির চিঠি’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিষয়টি সিলেট-২ আসনের নেতাদের নজরে আসে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই।

নেতারা বলেন, নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর গড়া বিশ্বনাথ ও ওসমানীনগর বিএনপিকে বিভ্রান্ত করতে ষড়যন্ত্র চলছে। তারা জাল সিল-স্বাক্ষর ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে, যা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

সংবাদ সম্মেলনে ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার বিএনপি এবং সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ