শেয়ারবাজার

শেয়ারবাজারে ফিরছে আস্থা, মূল্যসূচক ও লেনদেনে চাঙা ডিএসই

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৬ ১১:১৭:২০
শেয়ারবাজারে ফিরছে আস্থা, মূল্যসূচক ও লেনদেনে চাঙা ডিএসই
ছবি: সংগৃহীত

দেশের শেয়ারবাজারে টানা সাত সপ্তাহের ঊর্ধ্বমুখী ধারা, বাজার মূলধনে যুক্ত হয়েছে ৬১ হাজার কোটি টাকা

টানা কয়েক সপ্তাহ দরপতনের পর দেশের শেয়ারবাজার এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। চলতি জুলাই মাসের তৃতীয় সপ্তাহেও বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় ছিল। সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। মূল্যসূচক ও লেনদেন—উভয়ই বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বাজারে এমন ইতিবাচক ধারায় বিনিয়োগকারীদের মধ্যে ফিরে এসেছে আস্থা।

গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে প্রায় ২০ হাজার ৫০৯ কোটি টাকা, যা ২ দশমিক ৯৮ শতাংশ প্রবৃদ্ধি। সপ্তাহ শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ৭ কোটি টাকা। এ সময়ে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৫৯ দশমিক ৫৬ পয়েন্ট বা ৫ দশমিক ০৬ শতাংশ। টানা সাত সপ্তাহে সূচকটি বেড়েছে ৭৫৩ পয়েন্ট।

সপ্তাহজুড়ে ডিএসইতে ২১৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ৩৫টির কমেছে এবং ১৪৪টির দাম অপরিবর্তিত ছিল। পাশাপাশি গড়ে প্রতিদিনের লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ৮৫৯ কোটি টাকার বেশি, যা আগের সপ্তাহের তুলনায় ১৭৭ কোটি টাকা বেশি।

বিশ্লেষকদের মতে, ঈদুল আজহার আগের সপ্তাহ থেকে শুরু হওয়া এই ঊর্ধ্বমুখী ধারায় ডিএসইর বাজার মূলধন সাত সপ্তাহে বেড়ে ৬১ হাজার ২৩ কোটি টাকায় পৌঁছেছে। এর আগে ঈদুল ফিতরের পর টানা ৮ সপ্তাহ দরপতনে বাজার মূলধন কমেছিল ২৬ হাজার কোটি টাকার বেশি।

মূল্যসূচক বৃদ্ধির দিক থেকে ইসলামি শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই শরিয়াহ’ বেড়েছে ৫২ দশমিক ৮৯ পয়েন্ট বা ৪ দশমিক ৭২ শতাংশ। এ সূচকটি সাত সপ্তাহে মোট বেড়েছে ১৬১ দশমিক ৩৩ পয়েন্ট। অন্যদিকে, ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৫৩ দশমিক ১১ পয়েন্ট বা ৭ দশমিক ৯১ শতাংশ।

টাকার অঙ্কে সপ্তাহজুড়ে সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ারে, প্রতিদিন গড়ে ২৬ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে কোম্পানিটির শেয়ারে। এরপর রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (২৫ কোটি ৫৯ লাখ টাকা) এবং সিটি ব্যাংক (২৩ কোটি ৯ লাখ টাকা)।

লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে—ব্রিটিশ আমেরিকান টোবাকো, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ইনফিউশন, সি পার্ল বিচ রিসোর্ট এবং লাফার্জহোলসিম বাংলাদেশ।

/আশিক


পরিচালকের শেয়ার কেনা সম্পন্ন

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৯ ১০:৪০:২২
পরিচালকের শেয়ার কেনা সম্পন্ন
ছবি: সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ প্রকাশিত সর্বশেষ তথ্যে জানা গেছে, সিটি ব্যাংক পিএলসি-এর পরিচালক হোসাইন খালেদ কোম্পানির ২ লাখ ২৫ হাজার শেয়ার ক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এই ক্রয় কার্যক্রম তিনি ডিএসই-এর চলতি বাজারদরে সম্পন্ন করেছেন।

ডিএসই’র ঘোষণামতে, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর যে শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন হোসাইন খালেদ, তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে সিটি ব্যাংকের শেয়ারবাজারে লেনদেন ও পরিচালনা কাঠামোর প্রতি বিনিয়োগকারীদের আস্থা আরও সুদৃঢ় হয়েছে বলে বাজার বিশ্লেষকরা মনে করছেন।

সিটি ব্যাংক বাংলাদেশে অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক হিসেবে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করছে। সাম্প্রতিক সময়ে ব্যাংকটির আর্থিক স্থিতিশীলতা, প্রযুক্তি-ভিত্তিক সেবা সম্প্রসারণ এবং বাজারে ইতিবাচক উপস্থিতি বিনিয়োগকারীদের আগ্রহকে আরও বাড়িয়েছে।


ডিএসই’র বাজার প্রতিবেদন: এক নজরে আজকের লেনদেন

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৮ ১৫:১০:২৬
ডিএসই’র বাজার প্রতিবেদন: এক নজরে আজকের লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখের লেনদেন শেষ হয়েছে দরপতনের মধ্য দিয়ে। দিন শেষে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি ইস্যু।

ক্যাটাগরি ভিত্তিক লেনদেনের চিত্র

এ ক্যাটাগরির ২২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৩টির এবং কমেছে ১৪৮টির শেয়ার। বি ক্যাটাগরিতে ৮০টির মধ্যে ৩১টির দাম বেড়েছে, ৪৪টির কমেছে। জেড ক্যাটাগরিতে ৯৬টির মধ্যে বেড়েছে ৪৩টির এবং কমেছে ৩১টির শেয়ার। অন্যদিকে, এন ক্যাটাগরিতে কোনো পরিবর্তন হয়নি।

মিউচুয়াল ফান্ড ও বন্ড

মিউচুয়াল ফান্ডের ৩৬টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে মাত্র ২টির, কমেছে ২৭টির। করপোরেট বন্ডের ৩টির মধ্যে ২টির দাম বেড়েছে এবং ১টির কমেছে। সরকারি সিকিউরিটিজে (জি-সেক) লেনদেন হওয়া ২টির দামই কমেছে।

লেনদেনের পরিমাণ

দিনে মোট লেনদেন হয়েছে ৩ লাখ ৪৭ হাজার ৬১টি ট্রেডের মাধ্যমে। মোট শেয়ার লেনদেন হয়েছে ৪৭ কোটি ৫০ লাখ ৭৬ হাজার ৯১৩টি, যার আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় ১ হাজার ৪০১ কোটি টাকা।

বাজার মূলধন

লেনদেন শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে প্রায় ৭ লাখ ৩১ হাজার কোটি টাকা। এর মধ্যে ইকুইটি সেক্টরের মূলধন ৩ লাখ ৭৩ হাজার কোটি টাকার বেশি, মিউচুয়াল ফান্ড খাতে প্রায় ২ হাজার ৭৯৮ কোটি টাকা এবং ঋণপত্র খাতে ৩ লাখ ৫৪ হাজার কোটি টাকা।

ব্লক মার্কেট লেনদেন

ব্লক মার্কেটে ৩২টি কোম্পানির মোট ৫৩ লাখ ৯ হাজার ১০০টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য দাঁড়ায় প্রায় ২০৮ কোটি টাকা। এর মধ্যে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, ফাইন ফুডস, লাভেলো, মারিকো, এশিয়াটিক ল্যাব, টিআইএলআইএলসহ বিভিন্ন কোম্পানির শেয়ারে।

সার্বিকভাবে দেখা যায়, আজকের লেনদেনে বাজারে দরপতন প্রাধান্য পেয়েছে। যদিও লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে, তবে অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতন বাজারে চাপ সৃষ্টি করেছে।

শেয়ারবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। এখানে প্রদত্ত তথ্য কেবল শিক্ষামূলক ও বাজার বিশ্লেষণের উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। বিনিয়োগের আগে অবশ্যই যোগ্য পরামর্শকের সঙ্গে পরামর্শ করুন।

/আশিক


ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৮ ১৫:০৬:৫১
ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখের লেনদেন শেষে টপ লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে টিআইএলআইএল (TILIL)। শেয়ারটির ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ৭৩ টাকা ১০ পয়সা, যা আগের দিনের তুলনায় প্রায় ৯ দশমিক ৯৭ শতাংশ কম।

দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স (PRIMELIFE)। শেয়ারটির দর কমেছে ৬ দশমিক ৯৪ শতাংশ। তৃতীয় স্থানে থাকা সাফকো স্পিনিং (SAFKOSPINN) শেয়ারের দর কমেছে ৬ দশমিক ৭০ শতাংশ। চতুর্থ অবস্থানে রয়েছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স (PADMALIFE), যার দরপতন হয়েছে ৬ দশমিক ৪৯ শতাংশ।

তালিকার অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ক্যাপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড (CAPMIBBLMF) ৬ দশমিক ৪৫ শতাংশ, ইনটেক লিমিটেড (INTECH) ৬ দশমিক ০৭ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স (FAREASTLIF) ৫ দশমিক ৯৩ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স (FAREASTFIN) ৫ দশমিক ৮৮ শতাংশ, পিএইচপি মিউচুয়াল ফান্ড ওয়ান (PHPMF1) ৫ দশমিক ৮৮ শতাংশ এবং পপুলার ওয়ান মিউচুয়াল ফান্ড (POPULAR1MF) ৫ দশমিক ৮৮ শতাংশ দর কমে তালিকায় জায়গা করে নিয়েছে।

ওপেনিং প্রাইস ও লাস্ট ট্রেডেড প্রাইস (LTP) ভিত্তিতে দেখা যায়, সবচেয়ে বেশি দরপতন হয়েছে ক্যাপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের (CAPMBDBLMF), যার দর কমেছে প্রায় ১২ দশমিক ৮ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে টিআইএলআইএল (TILIL), যার দর কমেছে ১০ দশমিক ৩০ শতাংশ। এছাড়া ক্যাপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, পিএলএফএসএল (PLFSL), ঢাকা ডাইং (DACCADYE), ফারইস্ট লাইফ, পদ্মা লাইফ, প্রাইম টেক্সটাইলস (PRIMETEX), প্রাইম লাইফ এবং সাফকো স্পিনিংও ওপেনিং প্রাইসের তুলনায় উল্লেখযোগ্য দরপতনের শিকার হয়েছে।

শেয়ারবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। এখানে প্রদত্ত তথ্য কেবল শিক্ষামূলক ও বাজার বিশ্লেষণের উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। বিনিয়োগের আগে অবশ্যই যোগ্য পরামর্শকের সঙ্গে পরামর্শ করুন।

/আশিক


ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ 

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৮ ১৫:০২:৪৭
ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ 

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখের লেনদেন শেষে শীর্ষ গেইনার তালিকায় উঠে এসেছে সালাম ক্রেস্ট (SALAMCRST)। শেয়ারটির ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ১৯.৯ টাকা, যা আগের দিনের তুলনায় প্রায় ৯.৯৪ শতাংশ বেশি।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড (ROBI)। আজ শেয়ারটির দর বেড়েছে ৮.৩৬ শতাংশ। তৃতীয় স্থানে থাকা স্পেকট্রাম সিরামিক্স (SPCERAMICS) শেয়ারের দাম বেড়েছে ৬.৯৩ শতাংশ। চতুর্থ অবস্থানে রয়েছে সুপার স্পিনিং (SPCL), যার শেয়ারদর বেড়েছে ৬.৫০ শতাংশ।

এছাড়া তালিকার অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিলভা ফার্মাসিউটিক্যালস (SILVAPHL) ৬.০১ শতাংশ, মোহাম্মদী স্টিল (MHSML) ৫.৪৯ শতাংশ, বেস্ট হোল্ডিংস (BESTHLDNG) ৫.২০ শতাংশ, সমতা লেদার (SAMATALETH) ৪.৬৩ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স (PRAGATILIF) ৩.৭৭ শতাংশ এবং এসি ফ্লাওয়ার মিলস (ACFL) ৩.৫৭ শতাংশ হারে শেয়ারদরে বৃদ্ধি পেয়েছে।

ওপেনিং প্রাইস ও লাস্ট ট্রেডেড প্রাইস (LTP) বিবেচনায়ও শীর্ষে রয়েছে সালাম ক্রেস্ট। শেয়ারটির দর বেড়েছে প্রায় ৮.৭৪ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা, যার দর বেড়েছে ৮ শতাংশ। এছাড়া সিলভা ফার্মা, সুপার স্পিনিং, স্পেকট্রাম সিরামিক্স, বেস্ট হোল্ডিংস, মোহাম্মদী স্টিল, প্রগতি লাইফ, ডিএসএসএল এবং ফার্স্ট সিকিউরিটি ব্যাংকও এ তালিকায় জায়গা করে নিয়েছে।

শেয়ারবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। এখানে প্রদত্ত তথ্য কেবল শিক্ষামূলক ও বাজার বিশ্লেষণের উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। বিনিয়োগের আগে অবশ্যই যোগ্য পরামর্শকের সঙ্গে পরামর্শ করুন।

/আশিক


ডিএসই’র বাজার প্রতিবেদন: এক নজরে আজকের লেনদেন

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৭ ১৫:১৪:৫৮
ডিএসই’র বাজার প্রতিবেদন: এক নজরে আজকের লেনদেন
ছবি: সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) লেনদেন শেষে সামগ্রিক বাজারে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। মোট ৪০০ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ২৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে, ১২৭টি কমেছে এবং ২৫টি অপরিবর্তিত রয়েছে।

ক্যাটাগরি ভিত্তিক অবস্থান

এ ক্যাটাগরিতে ২২২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১৪৬টির দর বেড়েছে, ৭২টির কমেছে এবং ৪টি অপরিবর্তিত থাকে।

বি ক্যাটাগরিতে ৮২টি কোম্পানির মধ্যে ৫৬টির দর বেড়েছে, ২০টির কমেছে এবং ৬টি অপরিবর্তিত।

জেড ক্যাটাগরিতে ৯৬টির মধ্যে ৪৬টির দর বেড়েছে, ৩৫টির কমেছে এবং ১৫টির অপরিবর্তিত।

মিউচুয়াল ফান্ডে ৩৬টির মধ্যে ৩৫টির দর বেড়েছে এবং ১টির অপরিবর্তিত থাকে।

করপোরেট বন্ডে ২টির দর বেড়েছে।

সরকারি সিকিউরিটিজে ১টির দর বেড়েছে, ৩টির কমেছে।

লেনদেনের পরিমাণ

আজ মোট ৩ লাখ ৪৬ হাজার ৪২টি লেনদেন সম্পন্ন হয়েছে। এতে শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৬ কোটি ৩৮ লাখ শেয়ার, যার বাজারমূল্য প্রায় ১,৪৪১ কোটি টাকা।

মার্কেট ক্যাপিটালাইজেশন

লেনদেন শেষে মোট বাজার মূলধন দাঁড়িয়েছে প্রায় ৭ লাখ ২৭ হাজার ১০৩ কোটি টাকা। এর মধ্যে—

ইক্যুইটি : ৩৭ লাখ ৩০ হাজার ৫৩৫ কোটি টাকা

মিউচুয়াল ফান্ড : ২৮ হাজার ৬২৯ কোটি টাকা

ডেট সিকিউরিটিজ : ৩৫ লাখ ১১ হাজার ৮৬৭ কোটি টাকা

ব্লক মার্কেট লেনদেন

আজ ব্লক মার্কেটে মোট ৪০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এতে ৮৯টি লেনদেনের মাধ্যমে প্রায় ৫৯ লাখ ৪১ হাজার শেয়ার ক্রয়-বিক্রয় হয়েছে। এর আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় ৩১১ কোটি টাকা।

শেয়ারবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। এখানে প্রদত্ত তথ্য কেবল শিক্ষামূলক ও বাজার বিশ্লেষণের উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। বিনিয়োগের আগে অবশ্যই যোগ্য পরামর্শকের সঙ্গে পরামর্শ করুন।

/আশিক


ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৭ ১৫:০৯:৫৩
ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
ছবি: সংগৃহীত

রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে দিনের লেনদেন শেষে প্রকাশিত টপ টেন লুজার তালিকায় উল্লেখযোগ্য দরপতন দেখা গেছে।

ক্লোজ প্রাইস বনাম ইয়েস্টারডে ক্লোজ প্রাইস (YCP) বিবেচনায় সর্বোচ্চ দরপতন হয়েছে টিলিল (TILIL) শেয়ারে। এর দর কমেছে ৮.৯৬ শতাংশ এবং শেষ দাম দাঁড়িয়েছে ৮১.২ টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে পিএলএফএসএল (PLFSL), যার দর কমেছে ৭.৬৯ শতাংশ। তৃতীয় স্থানে শ্যামপুর সুগার (SHYAMPSUG), দরপতন হয়েছে ৬.৮০ শতাংশ। এছাড়া তালিকায় রয়েছে ইনটেক (INTECH), জিআইবি (GIB), ইউনিয়ন ব্যাংক (UNIONBANK), আইসিবিআই ব্যাংক (ICBIBANK), ওয়াইপিএল (YPL), মেট্রো স্পিনিং (METROSPIN) ও আল-হাজ টেক্সটাইল (AL-HAJTEX)।

অন্যদিকে, ওপেন প্রাইস বনাম লাস্ট ট্রেডেড প্রাইস (LTP) বিবেচনায় শীর্ষে রয়েছে টিলিল (TILIL), যার দর কমেছে ১৪.৪৩ শতাংশ। দ্বিতীয় স্থানে জিকিউ বলপেন (GQBALLPEN), দরপতন হয়েছে ৭.৮৩ শতাংশ। তৃতীয় স্থানে পিএলএফএসএল (PLFSL), চতুর্থ স্থানে ইনটেক (INTECH), এবং পঞ্চম স্থানে প্রগ্রেসিভ লাইফ (PROGRESLIF)। এছাড়া তালিকায় স্থান পেয়েছে ঘাঘাট কেমিক্যাল (GHCL), শ্যামপুর সুগার (SHYAMPSUG), ফাস ফাইন্যান্স (FASFIN), বে লিজিং (BAYLEASING) ও রেনউইক জাজ (RENWICKJA)।

দিনের সার্বিক লেনদেনে দেখা যায়, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও টেক্সটাইল খাতের বেশ কিছু শেয়ারের দরপতন বাজারে চাপ সৃষ্টি করেছে।

শেয়ারবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। এখানে প্রদত্ত তথ্য কেবল শিক্ষামূলক ও বাজার বিশ্লেষণের উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। বিনিয়োগের আগে অবশ্যই যোগ্য পরামর্শকের সঙ্গে পরামর্শ করুন।

/আশিক


ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৭ ১৫:০৩:১২
ডিএসইতে আজকের লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
ছবি: সংগৃহীত

রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে প্রকাশিত টপ টেন গেইনার তালিকায় বীমা, মিউচুয়াল ফান্ড ও টেক্সটাইল খাতের শেয়ারগুলোতে বড় উত্থান লক্ষ্য করা গেছে।

ক্লোজ প্রাইস বনাম ইয়েস্টারডে ক্লোজ প্রাইস (YCP) বিবেচনায় সর্বোচ্চ দরবৃদ্ধি হয়েছে রূপালী লাইফ ইনস্যুরেন্সের (RUPALILIFE)। শেয়ারটির দাম ৯.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৫ টাকায়। দ্বিতীয় স্থানে রয়েছে কেডিএস আলটিডি (KDSALTD), যার দরবৃদ্ধি হয়েছে ৯.৯৩ শতাংশ। তৃতীয় স্থানে ইজেনার্জি (EGEN), শেয়ার দাম বেড়েছে ৯.৯২ শতাংশ। এছাড়া তালিকায় রয়েছে বিবিএস কেবলস (BBSCABLES), ক্যাপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড (CAPMBDBLMF), মনো ফ্যাব্রিকস (MONNOFABR), ক্যাপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড (CAPMIBBLMF), স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স (SICL), এসইএমএল আইবিবিএল এসএফ (SEMLIBBLSF) ও আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড (IFIC1STMF)।

অন্যদিকে, ওপেন প্রাইস বনাম লাস্ট ট্রেডেড প্রাইস (LTP) বিবেচনায় শীর্ষ গেইনার তালিকায় প্রথমে রয়েছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড (EBL1STMF), যার দরবৃদ্ধি হয়েছে ৯.৫২ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল আইবিবিএল এসএফ (SEMLIBBLSF), বেড়েছে ৯.২৩ শতাংশ। তৃতীয় স্থানে মনো ফ্যাব্রিকস (MONNOFABR), শেয়ারের দাম বেড়েছে ৯.০৯ শতাংশ। এছাড়া তালিকায় রয়েছে কেডিএস আলটিডি (KDSALTD), ক্যাপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড (CAPMIBBLMF), ঢাকা ইন্স্যুরেন্স (DHAKAINS), এসকয়ার নিট (ESQUIRENIT), মীর আখতার (MIRAKHTER), ইজেনার্জি (EGEN) ও এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড (AIBL1STIMF)।

সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, বাজারে বীমা ও মিউচুয়াল ফান্ড খাতে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। এর ফলে এসব শেয়ারে ধারাবাহিক উত্থান লক্ষ্য করা যাচ্ছে।

শেয়ারবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। এখানে প্রদত্ত তথ্য কেবল শিক্ষামূলক ও বাজার বিশ্লেষণের উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। বিনিয়োগের আগে অবশ্যই যোগ্য পরামর্শকের সঙ্গে পরামর্শ করুন।

/আশিক


 ডিএসই ও সিএসইতে সূচকের বড় উত্থান, লেনদেন শুরু ইতিবাচক ধারায়

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৭ ১৪:৪৩:২৭
 ডিএসই ও সিএসইতে সূচকের বড় উত্থান, লেনদেন শুরু ইতিবাচক ধারায়
ছবি: সংগৃহীত

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় বাজারেই লেনদেন শুরু হয়েছে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে।

লেনদেন শুরুর মাত্র আধা ঘণ্টা পর, সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৪৩ পয়েন্টে অবস্থান করে। এ সময়ে ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ২৩৪ ও ২ হাজার ১৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এই সময়ের মধ্যে মোট ২৭০ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে ২৫৬টির শেয়ারের দাম বেড়েছে, ৭১টির কমেছে এবং ৬০টির দাম অপরিবর্তিত রয়েছে।

একই চিত্র দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইর সাধারণ সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৩২ পয়েন্টে অবস্থান করছে। এ সময়ে সিএসইতে মোট ১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এই সময়ের মধ্যে ২৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ১৩টির কমেছে এবং ২টির দাম অপরিবর্তিত রয়েছে।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি:

রবি, খান ব্রাদার্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স, ইজেনারেশন, সিনোবাংলা, রূপালী লাইফ, প্রগতি লাইফ, সানলাইফ ইনসুরেন্স, হাক্কানি পাল্প, অগ্নি সিস্টেম

/আশিক


ডিএসইতে নিম্নমুখী প্রবণতায় পুবালী ব্যাংক

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৭ ১৪:২৪:০৫
ডিএসইতে নিম্নমুখী প্রবণতায় পুবালী ব্যাংক
ছবিঃ সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত পুবালী ব্যাংকের শেয়ারদরে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। সর্বশেষ লেনদেনে প্রতিটি শেয়ারের দর দাঁড়িয়েছে ২৯ টাকা ৩০ পয়সা, যা আগের দিনের তুলনায় ৬০ পয়সা কম। এর ফলে দৈনিক দরপতন হয়েছে -২.০১%।

দিনের শুরুতে শেয়ারটির উদ্বোধনী দর ছিল ২৯ টাকা ৯০ পয়সা। পুরো দিনের লেনদেনের মধ্যে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ২৯ টাকা ২০ পয়সা এবং সর্বোচ্চ দর ছিল ২৯ টাকা ৯০ পয়সা।

মোট ৪ লাখ ৮৮ হাজার ৬১৪টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৪.৩৭ কোটি টাকা। এ লেনদেন সম্পন্ন হয় মোট ৪০৬টি ট্রেডের মাধ্যমে।

সর্বশেষ তথ্যমতে, পুবালী ব্যাংকের বাজার মূলধন দাঁড়িয়েছে প্রায় ৩৮,৯১২.৯০ কোটি টাকা। গত এক বছরের (৫২ সপ্তাহ) মধ্যে শেয়ারটির সর্বনিম্ন দাম ছিল ২৩ টাকা ৯০ পয়সা এবং সর্বোচ্চ ছিল ৩২ টাকা ৭০ পয়সা। এ তথ্য থেকে বোঝা যাচ্ছে যে শেয়ারটি এখনও তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থান ধরে রেখেছে, যদিও সাম্প্রতিক সময়ে স্বল্পমেয়াদি চাপ রয়েছে।

-রফিক

পাঠকের মতামত: