গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদা দাবি, হাতেনাতে ধরা ছাত্রনেতা

রাজধানী ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৬ ২১:২৫:২৯
গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদা দাবি, হাতেনাতে ধরা ছাত্রনেতা
ছবি: সংগৃহীত

গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ছাত্র সংগঠনের ৫ নেতারাজধানীর গুলশানে চাঁদাবাজির অভিযোগে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামের একটি সংগঠনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়কসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডে এই ঘটনা ঘটে।

গুলশান থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক রিয়াদ। তারা কয়েক দিন আগে গুলশানের একটি বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। বাসাটি সাবেক সংসদ সদস্য শাম্মি আহমেদের।

ওই সময় তারা ১০ লাখ টাকা নিয়েও আসেন। শনিবার বাকি টাকা নিতে গেলে বিষয়টি গোপনে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে আটক করে।

গ্রেপ্তার পাঁচজন বর্তমানে গুলশান থানার হেফাজতে আছেন এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ