চীনের আবারও কোভিড সহায়তা: বাংলাদেশকে নতুন করে টেস্ট কিট প্রদান

স্বাস্থ্য ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৩ ২০:১৫:৫৬
চীনের আবারও কোভিড সহায়তা: বাংলাদেশকে নতুন করে টেস্ট কিট প্রদান
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতার অংশ হিসেবে ঢাকাস্থ চীনা দূতাবাস আবারও কোভিড-১৯ পরীক্ষার কিট হস্তান্তর করেছে। বুধবার (২৩ জুলাই) রাজধানীতে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই টেস্ট কিট হস্তান্তর করা হয়।

চীনা দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুরোধে এই সহায়তা প্রদান করা হয়েছে। এতে দেশের কোভিড-১৯ পরীক্ষাকেন্দ্র ও চিকিৎসা কার্যক্রমে চাপ কিছুটা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কাউন্সেলর লি শাওপেং এবং রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) লাইন ডিরেক্টর মো. হালিমুর রশিদ।

অনুষ্ঠানে কাউন্সেলর লি শাওপেং বলেন, “বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনের এই জরুরি সহায়তা দুই দেশের গভীর বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার প্রতিফলন। ‘সবার জন্য একটি বৈশ্বিক স্বাস্থ্যসম্প্রদায়’ গঠনে চীন বাংলাদেশের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ।”

তিনি আরও বলেন, কোভিড-১৯ মহামারির শুরু থেকেই চীন বাংলাদেশের পাশে রয়েছে। ইতিপূর্বে চীন বাংলাদেশকে চিকিৎসা সরঞ্জাম, টিকা ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে এসেছে। এই ধারাবাহিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ ও চীনের স্বাস্থ্যখাত-ভিত্তিক অংশীদারত্ব সাম্প্রতিক বছরগুলোতে নতুন উচ্চতায় পৌঁছেছে। কোভিড-১৯ মোকাবিলায় একে অপরের পাশে দাঁড়ানো এই সহযোগিতার একটি উজ্জ্বল উদাহরণ।

-আকরাম হোসেন, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ