প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৩ ১৯:৪১:০৭
প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
ছবিঃ বি এস এস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে আজ বিকেলে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’-তে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের প্রতিরক্ষা খাত, বিশেষ করে বিমানবাহিনীর সক্ষমতা ও আধুনিকায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় বিমানবাহিনীর চলমান কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে বিমানবাহিনীর ভূমিকা নিয়ে মতবিনিময় হয়।

প্রধান উপদেষ্টা ড. ইউনুস বিমানবাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে এ বাহিনীর অগ্রণী ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, “স্মার্ট বাংলাদেশ গড়তে আধুনিক, প্রশিক্ষিত ও প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সাক্ষাৎ শেষে উভয়পক্ষ জাতীয় স্বার্থে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

-সুত্রঃ বি এস এস

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ