হাছান মাহমুদের স্বার্থসংশ্লিষ্ট ১২৫ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

২০২৫ জুলাই ১৬ ১৯:৪৪:৪৪
হাছান মাহমুদের স্বার্থসংশ্লিষ্ট ১২৫ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের স্বার্থসংশ্লিষ্ট ১২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক আল-আমিনের করা আবেদনে জানানো হয়, হাছান মাহমুদের মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের নামে ৪টি এবং এনএনকে ফাউন্ডেশনের নামে পরিচালিত ১২১টি ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব লেনদেনে হাছান মাহমুদের মেয়ে ও পরিবারের সদস্যরা জড়িত এবং এগুলোর উৎস তার জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সঠিক তদন্তের স্বার্থেই এসব হিসাব জব্দ করা হয়েছে।

এর আগে ৬ এপ্রিল দুর্নীতি, ঘুষ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে হাছান মাহমুদের বিরুদ্ধে একটি মামলা করে দুদক। মামলায় অভিযোগ করা হয়, তিনি অবৈধভাবে উপার্জিত অর্থের উৎস গোপন রেখে তা রূপান্তর ও স্থানান্তর করেছেন। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর বিভিন্ন ধারায় মামলা করা হয়।

এছাড়া, গত ২৩ জুন হাছান মাহমুদ ও তার স্ত্রী নুরান ফাতেমার নামে থাকা ২১টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছিল আদালত। দ্বিতীয় আরেক মামলায় এই দুজনকেও আসামি করা হয়েছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ