কারাগারে মৃত্যু আওয়ামী লীগ নেতার, পরিবার বলছে ‘হত্যা মামলার ফাঁদ’

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৭ ১৮:০৮:৫৬
কারাগারে মৃত্যু আওয়ামী লীগ নেতার, পরিবার বলছে ‘হত্যা মামলার ফাঁদ’
মুন্সিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী অবস্থায় মারা গেছেন আওয়ামী লীগের সাবেক নেতা সারোয়ার হোসেন। রোববার (২৭ জুলাই) ভোররাত ৪টা ১০ মিনিটে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে হৃদ্‌রোগকে দায়ী করা হয়েছে।

সারোয়ার হোসেন (৬০) মুন্সিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত সজল মোল্লা হত্যা মামলার আসামি ছিলেন এবং গত ৫ মে থেকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে আটক ছিলেন।

কারাগার সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন সারোয়ার হোসেন। রাত সাড়ে তিনটার দিকে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভোর ৪টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আহমেদ কবির জানান, হাসপাতালে আনার সময় রোগীর অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। শ্বাস-প্রশ্বাস খুব ধীরে নিচ্ছিলেন। চিকিৎসা শুরুর কিছুক্ষণ পরেই তিনি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন।

এদিকে সারোয়ার হোসেনের মেয়ে সৌফি সারোয়ার অভিযোগ করে বলেন, ‘আমার বাবা রাত তিনটার দিকে কারাগারেই মারা যান। পরে কাগজপত্রে হাসপাতালে মৃত দেখানো হয়। তিনি আরও বলেন, ‘আমরা যখন খুব ছোট ছিলাম, তখন তিনি রাজনীতি করতেন। এরপর দীর্ঘ সময় কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল আমাদের আত্মীয় ছিলেন। সে কারণেই তাঁকে হত্যা মামলার আসামি করা হয়েছে।

মুন্সিগঞ্জ কারাগারের জেল সুপার মো. এনায়েত উল্লাহ জানান, রোববার বেলা আড়াইটার দিকে ময়নাতদন্ত শেষ হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ