ড. ইউনূসের বিরুদ্ধে ১৪ বছরের পুরোনো মামলা বাতিল!

২০২৫ জুলাই ২৭ ১৪:৫৭:৪৩
ড. ইউনূসের বিরুদ্ধে ১৪ বছরের পুরোনো মামলা বাতিল!
ছবি: সংগৃহীত

নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা একটি মানহানির মামলা বাতিল করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। রোববার (২৭ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

মামলাটি শুরু হয়েছিল ২০১০ সালে ড. ইউনূসের দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে। ওই সময় তিনি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। পরবর্তীতে ২০১১ সালে মামলাটি বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট করেন ইউনূস। দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট ২০২৩ সালের ২৪ অক্টোবর মামলাটি বাতিল ঘোষণা করে রায় দেন।

তবে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে ‘লিভ টু আপিল’ দায়ের করে। এ আবেদন প্রথমে ২ জুলাই আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে এবং শুনানির জন্য ২৭ জুলাই তারিখ ধার্য করা হয়। ধার্য তারিখ অনুযায়ী বিষয়টি আজ (রোববার) আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ওঠে এবং আদালত রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। অন্যদিকে অধ্যাপক ইউনূসের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌফিক হোসেন। এই রায়ের মাধ্যমে প্রায় এক যুগ ধরে চলা মামলা থেকে সম্পূর্ণভাবে অব্যাহতি পেলেন ড. মুহাম্মদ ইউনূস।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ