পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় সেতু নিয়ে বিএনপির বড় ঘোষণা!

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৭ ১৮:২০:৫২
পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় সেতু নিয়ে বিএনপির বড় ঘোষণা!
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছবি: ইত্তেফাক

পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে, জনগণের পক্ষ থেকে এ বিষয়ে জোরালো দাবি উঠলেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে।

রোববার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে ‘পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি’।

মির্জা ফখরুল বলেন, পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় সেতু নির্মাণ প্রায় আট কোটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি জড়িত। দীর্ঘ সময় ধরে সাতবার সম্ভাব্যতা যাচাই করা হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, ফারাক্কা ব্যারাজের প্রভাব শুধু ফরিদপুর বা নির্দিষ্ট কোনো এলাকার নয়, এটি সমগ্র দক্ষিণাঞ্চলের জন্য সমস্যা সৃষ্টি করছে। এ অঞ্চলের মানুষের নিরাপত্তা ও টেকসই জীবিকার স্বার্থে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ এখন সময়ের দাবি।

বিএনপি মহাসচিব উদ্বেগ প্রকাশ করে বলেন, দক্ষিণাঞ্চলের অনেক এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে, ফলে মানুষ বাধ্য হয়ে সেখান থেকে স্থানান্তরিত হচ্ছে। এটি একটি বড় সামাজিক সমস্যা। এ বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, জনগণের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে এবং যে দলই সরকার গঠন করুক, তাদের এসব প্রকল্প বাস্তবায়নে বাধ্য করতে হবে।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি ইতিমধ্যে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে। কারণ এই অঞ্চলের উন্নয়ন এবং মানুষের জীবিকার সুরক্ষা বিএনপির অগ্রাধিকার। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে যেকোনো কঠিন কাজও বাস্তবায়ন সম্ভব।

তিনি বলেন, দেশের মানুষ উন্নতি চায়, চায় একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা। সেই গণতন্ত্রের মাধ্যমেই দেশের সমস্যাগুলোর সমাধান সম্ভব বলে বিশ্বাস করেন তিনি।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ