কিংবদন্তি জসীমের ছেলে এ কে রাতুল আর নেই

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৭ ১৯:৫৩:৫৩
কিংবদন্তি জসীমের ছেলে এ কে রাতুল আর নেই
ছবি: সংগৃহীত

ব্যান্ড ‘ওইনড’-এর অন্যতম সদস্য, ভোকালিস্ট ও বেজিস্ট এ কে রাতুল আর নেই। আজ (শনিবার) দুপুরে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। দেশের বিভিন্ন ব্যান্ড সংগীতশিল্পীরা সামাজিক মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করেছেন।

এ কে রাতুল ছিলেন কিংবদন্তি অভিনেতা জসীমের মেঝ ছেলে। বাবার মৃত্যুর পর মা নাসরিনের কাছে বড় হন তিন ভাই—এ কে রাহুল, এ কে রাতুল ও এ কে সামী। তিন ভাই-ই সংগীতের সঙ্গে যুক্ত এবং সবাই ব্যান্ড সংগীতে সক্রিয়।

এ কে রাহুল একসময় 'ট্রেনরেক' ব্যান্ডের গিটারিস্ট ছিলেন, বর্তমানে তিনি ‘পরাহো’ ব্যান্ডে ড্রাম বাজান। ছোট ভাই এ কে সামী ‘ওইনড’ ব্যান্ডের ড্রামার। আর এ কে রাতুল ছিলেন একই ব্যান্ডের কণ্ঠশিল্পী ও বেজ গিটারিস্ট।

রাতুলের হঠাৎ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে ভক্ত ও সহশিল্পীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। অনেকে তাকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন, জানিয়েছেন তার সংগীতের অবদানের কথা।

সংগীতপ্রেমীরা মনে করছেন, এ কে রাতুলের চলে যাওয়া শুধু একটি পরিবারের নয়, পুরো ব্যান্ড সংগীতজগতের বড় ক্ষতি। তার সৃষ্টিগুলো ভক্তদের হৃদয়ে বহুদিন ধরে বেঁচে থাকবে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ