২৪ বছরের তরুণের সঙ্গে খোলামেলা দৃশ্যে কারিনা কাপুর!

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৭ ১৭:২১:১২
২৪ বছরের তরুণের সঙ্গে খোলামেলা দৃশ্যে কারিনা কাপুর!
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে চলচ্চিত্রে কাজ করছেন। সফল এই অভিনেত্রী একইসঙ্গে মা, স্ত্রী এবং নবাব পরিবারের সদস্য হিসেবে ব্যক্তিগত ও পেশাগত জীবনের ভারসাম্য দারুণভাবে বজায় রেখেছেন। বয়স ৪৪ পেরোলেও পর্দায় তার উপস্থিতি এখনো সমান গ্ল্যামারময়।

সম্প্রতি একটি নতুন চলচ্চিত্রে অভিনয় নিয়ে আলোচনায় এসেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, এই ছবিতে কারিনাকে দেখা যাবে ২০ বছর বয়সী এক তরুণ অভিনেতার সঙ্গে কিছু খোলামেলা দৃশ্যে। চরিত্রের প্রয়োজনেই এমন দৃশ্যে অভিনয় করতে হচ্ছে বলে জানা গেছে।

চলচ্চিত্রটি একটি ভৌতিক গল্পের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে, যেখানে কারিনাকে দেখা যাবে এক ভূতের চরিত্রে। চিত্রনাট্যে রয়েছে কিছু অপ্রচলিত এবং নতুন ধরণের উপাদান, যা সাধারণ ভৌতিক ছবির চেয়ে আলাদা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ছবির গল্প লিখেছেন হুসেইন দলাল, যিনি অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র ১’ ছবিরও চিত্রনাট্যকার ছিলেন। যদিও ছবির নাম বা কারিনার বিপরীতে তরুণ অভিনেতার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে ইতিমধ্যেই বলিউডে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

অন্যদিকে, বলিউডে বয়সের ব্যবধান নিয়ে জুটিবদ্ধ অভিনয়ের চর্চা নতুন নয়। সম্প্রতি ‘ধুরন্ধর’ ছবিতে ৪০ বছর বয়সী রণবীর সিংয়ের বিপরীতে ২০ বছর বয়সী সারা অর্জুনকে দেখা গেছে, যা নিয়ে আলোচনা ও সমালোচনা দুটোই হয়েছে। অনেকে বলছেন, রণবীর সালমান খানের পথ অনুসরণ করছেন। সালমান তার সাম্প্রতিক ছবি ‘সিকান্দার’-এ ৩১ বছরের ছোট অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বাঁধেন। একই ধরনের বিতর্কে জড়িয়েছেন আমির খানও, ‘সিতারে জামিন পার’ ছবিতে তার বিপরীতে রয়েছেন জেনেলিয়া দেশমুখ, যিনি আমিরের তুলনায় অনেকটাই কম বয়সী।

এই ট্রেন্ড নিয়ে বলিউডে দর্শক ও সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যদিও শিল্পীরা পেশাগত কাজের অংশ হিসেবে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, তবুও বয়সের এমন তফাতকে ঘিরে বারবার বিতর্ক তৈরি হচ্ছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ