জাতীয় নির্বাচনের প্রস্তুতি: মাঠপর্যায়ে বড় পরিবর্তন আনলো ইসি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ০৮:১৭:১৩
জাতীয় নির্বাচনের প্রস্তুতি: মাঠপর্যায়ে বড় পরিবর্তন আনলো ইসি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ রদবদল করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৭ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন পর্যায়ে কর্মরত মোট ৭১ জন নির্বাচন কর্মকর্তার বদলির আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের অবশ্যই আগামী ৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায়, ৪ আগস্ট থেকে তাদের স্বয়ংক্রিয়ভাবে নতুন কর্মস্থলে অবমুক্ত গণ্য করা হবে।

বদলিকৃতদের মধ্যে অধিকাংশই উপজেলা ও থানা পর্যায়ের নির্বাচন কর্মকর্তা। তবে এ তালিকায় রয়েছে কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক পুনর্বিন্যাসও। উদাহরণস্বরূপ, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ETI), ঢাকার সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেনকে নির্বাচন কমিশন সচিবালয়ে সহকারী সচিব পদে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, কুমিল্লা আদর্শ সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানাকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী পরিচালক পদে বদলি করা হয়েছে, যা ইসির প্রশিক্ষণ কাঠামোতে তার পূর্ব অভিজ্ঞতার প্রেক্ষাপটে একটি কৌশলগত পদায়ন হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশন এই পরিবর্তনের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও নিরপেক্ষ করতে চাচ্ছে। একাধিক পর্যবেক্ষক বলছেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব পুনর্বিন্যাস করে ইসি নির্বাচনের পূর্বপ্রস্তুতি শক্তিশালী করতে চাইছে, যাতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা যায়।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ