ইউক্রেন যুদ্ধে জোটবদ্ধ রাশিয়া-উত্তর কোরিয়া, এবার আকাশপথে সংযোগ

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৭ ২০:০৯:২৪
ইউক্রেন যুদ্ধে জোটবদ্ধ রাশিয়া-উত্তর কোরিয়া, এবার আকাশপথে সংযোগ
ভ্লাদিমির পুতিন এবং কিম জং উন/ ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে রাশিয়া সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু করেছে। শুক্রবার (২৭ জুলাই) থেকে এই ফ্লাইট চলাচল শুরু হয়। রাশিয়ার নর্ডউইন্ড এয়ারলাইন্স মস্কো থেকে পিয়ংইয়ং রুটে এই যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করছে।

প্রথম ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৪টায় মস্কো থেকে ছেড়ে যাওয়ার কথা এবং প্রায় আট ঘণ্টার যাত্রা শেষে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে পৌঁছানোর কথা রয়েছে। নর্ডউইন্ড একসময় ইউরোপের বিভিন্ন পর্যটন শহরে ফ্লাইট চালালেও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পর এখন নতুন গন্তব্যে সেবা দিচ্ছে।

এই রুটে একমুখী টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার রুবল, যা প্রায় ৫৭০ মার্কিন ডলারের সমান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, পিয়ংইয়ং থেকে মস্কোগামী প্রথম ফ্লাইটটি মঙ্গলবার যাত্রা করবে।

রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এই রুটে মাসে একবার ফ্লাইট চালানো হবে।

এর আগে চলতি বছরের ১৭ জুন দুই দেশের মধ্যে রেল যোগাযোগ পুনরায় চালু হয়। ২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময় এ রেল চলাচল বন্ধ হয়ে যায়।

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সহযোগিতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ইউক্রেন যুদ্ধের জন্য উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র ও সৈন্য সরবরাহ করেছে।

২০২৩ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের সময় দুই দেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়।

সূত্র: এএফপি

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ