স্টারমার নীরব থাকলে সংসদে 'প্যালেস্টাইন বিল', জানালো এসএনপি

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৭ ১০:২২:২৬
স্টারমার নীরব থাকলে সংসদে 'প্যালেস্টাইন বিল', জানালো এসএনপি
ছবিঃ সংগৃহীত

ব্রিটেনের রাজনীতিতে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি নিয়ে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। রবিবার (২৭ জুলাই ২০২৫) স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) হুঁশিয়ারি দিয়েছে, প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা চালিয়ে যান, তবে সংসদে তারা একটি ‘প্যালেস্টাইন বিল’ উত্থাপন করবে এবং প্রয়োজনে এ বিষয়ে ভোটে যেতে বাধ্য করবে।

স্কটল্যান্ডের স্বাধীনতা পন্থী এ দলটি জানিয়েছে, সংসদের গ্রীষ্মকালীন বিরতির পর সেপ্টেম্বরে অধিবেশন শুরু হলে তারা এ পদক্ষেপ নেবে। এসএনপি’র যুক্তরাজ্য পার্লামেন্টে নেতা স্টিফেন ফ্লিন বলেন, “যদি স্টারমার আর দেরি করেন, তবে আমাদের হাতে আর কোনো বিকল্প থাকবে না। আমরা বিল আনব এবং চাইলে সংসদে ভোট আয়োজন করব।”

স্টারমার আগে ঘোষণা দিয়েছিলেন যে, যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে—তবে তা হতে হবে একটি শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে। কিন্তু ইসরায়েল-গাজা সংঘাত ঘিরে তার এই অবস্থান অনেকের কাছে সময়ক্ষেপণ ও নৈতিক দিক থেকে দুর্বল বলে মনে হচ্ছে।

শুক্রবার (২৫ জুলাই) নয়টি রাজনৈতিক দলের ২২০ জনের বেশি ব্রিটিশ এমপি—যাদের মধ্যে স্টারমারের নিজ দল লেবার পার্টির অনেকেই রয়েছেন—ফ্রান্সের অনুসরণে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি প্রকাশ করেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ঘোষণা দিয়েছেন, সেপ্টেম্বরের জাতিসংঘ অধিবেশনে তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এটি হলে ফ্রান্স হবে প্রথম জি-৭ দেশ, যারা এই পদক্ষেপ নিচ্ছে—এবং ইউরোপের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র হিসেবে এর তাৎপর্য অনেক।

স্টারমার শনিবার (২৬ জুলাই) ফরাসি ও জার্মান নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তার দপ্তর থেকে জানানো হয়, যুক্তরাজ্য গাজায় ত্রাণ সরবরাহ ও আহত শিশুদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।

তবে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে তার নীতির সমালোচনা বাড়ছে। গাজায় চলমান যুদ্ধ, দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে অনেকেই বলছেন—এখন আর নীরবতা চলতে পারে না।

প্রসঙ্গত, যুক্তরাজ্যের ৬৫০ আসনের পার্লামেন্টে এসএনপি’র আসন সংখ্যা মাত্র ৯টি। তবে ছোট দল হলেও তারা একটি গুরুত্বপূর্ণ মানবিক ইস্যুতে রাজনীতিকে নড়াচড়া করিয়ে দিতে সক্ষম হচ্ছে।

-হাসানুজ্জামান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ