ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ড-কম্বোডিয়া আলোচনায় বসছে

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৭ ১০:০৬:৫৭
ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ড-কম্বোডিয়া আলোচনায় বসছে
ছবিঃ সংগৃহীত

টানা তিনদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থাইল্যান্ড অবশেষে যুদ্ধবিরতির প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে। এই সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৩৩ জন নিহত এবং এক লাখ পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

শনিবার (২৬ জুলাই ২০২৫) রাতে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশটি "নীতিগতভাবে যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি" হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত এসেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের প্রেক্ষিতে, যিনি থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং উভয় পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানান।

থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, ট্রাম্পের সঙ্গে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাইয়ের ফোনালাপ হয়। সেখানে থাইল্যান্ডের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রতি আগ্রহ জানানো হয়, তবে এতে “কম্বোডিয়ার পক্ষ থেকে আন্তরিকতার প্রকাশ” প্রত্যাশা করা হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, থাইল্যান্ড চায় যেন যত দ্রুত সম্ভব দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সংলাপ অনুষ্ঠিত হয়, যেখানে যুদ্ধবিরতির কার্যকর পদ্ধতি ও দীর্ঘমেয়াদী শান্তিপূর্ণ সমাধানের রূপরেখা নির্ধারণ করা যাবে।

এদিকে, ট্রাম্প স্কটল্যান্ড সফরের সময় তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে জানান, “কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা সম্মত হয়েছে অবিলম্বে বৈঠকে বসে যুদ্ধবিরতি ও চূড়ান্ত শান্তির পথ খুঁজে বের করতে।”

গত তিনদিন ধরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত এলাকায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। সংঘর্ষের ফলে উভয় দেশেই উদ্বেগ ও উদ্বাস্তু সংকট বেড়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন এই অঞ্চলের দিকেই।

-হাসানুজ্জামান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ