গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ৮৯, মোট প্রাণহানি ৫৯ হাজার ছাড়াল

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৬ ০৯:০২:৫৫
গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ৮৯, মোট প্রাণহানি ৫৯ হাজার ছাড়াল
গাজায় ইসরাইলি হামলায় নিহতদের স্বজনের আহাজারি। ছবি: সংগৃহীত

গাজায় ইসরাইলের সামরিক হামলা থেমে নেই। শুক্রবার (২৫ জুলাই) দিনভর চালানো হামলায় কমপক্ষে ৮৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪৬৭ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া অভিযানের পর এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৬৭৬ জনে। আহত হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস হঠাৎ করে ইসরাইলে হামলা চালায়। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন ইসরাইলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এরপরই ইসরাইল প্রতিক্রিয়াস্বরূপ গাজায় বড় পরিসরে সামরিক অভিযান শুরু করে।

প্রায় ১৫ মাস টানা সংঘাতের পর আন্তর্জাতিক চাপে ২০২৪ সালের ১৯ জানুয়ারি গাজায় একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু সেই যুদ্ধবিরতি বেশিদিন টেকেনি। মার্চের ১৮ তারিখ থেকে আবারও সামরিক অভিযান শুরু করে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এই দ্বিতীয় দফার অভিযানে, আড়াই মাসে গাজায় নতুন করে প্রাণ হারিয়েছেন অন্তত ৮ হাজার ৫২৭ জন, এবং আহত হয়েছেন আরও ৩১ হাজার ৯৩৪ জন। ইসরাইলের দাবি, এখনো হামাসের হাতে থাকা অন্তত ৩৫ জন জিম্মি জীবিত রয়েছেন, যাদের উদ্ধারে সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

গাজার অবস্থা দিন দিন আরও সংকটাপন্ন হয়ে পড়ছে। অব্যাহত বিমান হামলা, খাদ্য ও ওষুধের সংকট এবং সীমিত আন্তর্জাতিক সহায়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ