নাইজেরিয়ার একটি রাজ্যেই অপুষ্টিতে মৃত্যু ৬৫০’র বেশি শিশুর

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৬ ১১:৪৬:৫৮
নাইজেরিয়ার একটি রাজ্যেই অপুষ্টিতে মৃত্যু ৬৫০’র বেশি শিশুর
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে চলতি বছরের প্রথম ছয় মাসে অপুষ্টি ও অনাহারে অন্তত ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর তহবিল কমে যাওয়ায় এই সংকট আরও তীব্র হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা মেডেসিনস সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ)।

ডক্টরস উইদাউট বর্ডারস নামেও পরিচিত এমএসএফ জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ বড় বড় দাতাদের বাজেট কাটছাঁটের ফলে অপুষ্টি আক্রান্ত শিশুদের চিকিৎসা বাধাগ্রস্ত হচ্ছে। এমএসএফের ভাষায়, “আমরা বড় পরিসরে তহবিল সংকোচন দেখছি, যা শিশুদের জীবনরক্ষাকারী চিকিৎসা সেবায় নেতিবাচক প্রভাব ফেলছে।”

জাতিসংঘের খাদ্য কর্মসূচিও জানিয়েছে, তারা জুলাই মাসের শেষে নাইজেরিয়ার উত্তরের বিদ্রোহ-প্রবণ এলাকায় ১৩ লাখ মানুষের জন্য খাদ্য ও পুষ্টি সহায়তা স্থগিত করতে পারে— কারণ মজুত শেষ হয়ে গেছে।

তহবিল সংকট মোকাবেলায় নাইজেরিয়া সরকার চলতি বছরে স্বাস্থ্য খাতে ২০০ বিলিয়ন নাইরা (প্রায় ১৩০ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ দিয়েছে। তবে পরিস্থিতির উন্নতি হয়নি। এমএসএফ বলছে, চলতি বছরে কাটসিনা রাজ্যে মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ২০৮ শতাংশ বেড়েছে।

এমএসএফ আরও জানায়, শুধু ২০২৫ সালের শুরু থেকেই ৬৫২ শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে। চিকিৎসার অভাব, পর্যাপ্ত খাবারের সংকট এবং নিরাপত্তাহীনতা এই মৃত্যুর মূল কারণ।

কাটসিনা রাজ্যে সাম্প্রতিক বছরগুলোতে ডাকাতি বেড়েছে। ফলে বহু মানুষ বাস্তুচ্যুত হয়ে কৃষিকাজ ছেড়ে দিয়েছে। এতে খাদ্যসংকট আরও গভীর হয়েছে। সরকার এবং স্থানীয় নজরদারি গোষ্ঠীগুলো পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করলেও এখনো চ্যালেঞ্জ রয়ে গেছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ