ম্যাক্রোঁর স্বীকৃতিতে ক্ষুব্ধ ইসরাইল: “ফিলিস্তিনি রাষ্ট্র আমাদের অস্তিত্বের হুমকি”

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৫ ১২:২৮:৫২
ম্যাক্রোঁর স্বীকৃতিতে ক্ষুব্ধ ইসরাইল: “ফিলিস্তিনি রাষ্ট্র আমাদের অস্তিত্বের হুমকি”

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঘোষণা অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে। এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইল, যারা এটিকে নিজেদের অস্তিত্ব ও নিরাপত্তার জন্য ‘মারাত্মক হুমকি’ হিসেবে বিবেচনা করছে।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বৃহস্পতিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘‘আমরা এমন কোনও ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের অনুমতি দেব না, যা আমাদের নিরাপত্তাকে বিপন্ন করে, আমাদের অস্তিত্ব প্রশ্নবিদ্ধ করে এবং আমাদের ঐতিহাসিক অধিকারে আঘাত হানে।’’

তিনি আরও বলেন, ‘‘এই হুমকির বিরুদ্ধে ইসরাইল ঐক্যবদ্ধ। আমরা এমন এক ফিলিস্তিনি রাষ্ট্র মেনে নিতে পারি না, যা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় ও আমাদের নাগরিকদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে।’’

কাটজ ম্যাক্রোঁর সিদ্ধান্তকে ‘সন্ত্রাসের সামনে আত্মসমর্পণ’ হিসেবে বর্ণনা করে বলেন, এটি হামাসের মতো সশস্ত্র ও জঙ্গি গোষ্ঠীর প্রতি এক প্রকার পুরস্কারস্বরূপ এবং আন্তর্জাতিক আইন ও নৈতিকতার পরিপন্থী।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ফ্রান্সের এই অবস্থানকে একহাত নেন। তিনি বলেন, ‘‘ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মতো পদক্ষেপ একদিকে যেমন সন্ত্রাসবাদকে পুরস্কৃত করে, তেমনি এটি আরেকটি ইরানি প্রক্সি রাষ্ট্র তৈরির ঝুঁকি তৈরি করে মধ্যপ্রাচ্যে।’’

ইউরোপের বিভিন্ন দেশের মতামতের ভিন্নতা থাকা সত্ত্বেও, ফ্রান্সের মতো একটি প্রভাবশালী দেশের পক্ষ থেকে ফিলিস্তিনি সার্বভৌমত্বের প্রতি প্রকাশ্য সমর্থন মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়ায় নতুন মাত্রা যুক্ত করতে পারে। তবে ইসরাইলের অনড় অবস্থান এবং ‘দ্বি-রাষ্ট্র সমাধান’-এর প্রতি তাদের স্পষ্ট বিরোধিতা শান্তি আলোচনায় অগ্রগতি বাধাগ্রস্ত করতে পারে বলে পর্যবেক্ষকদের মত।

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ স্পষ্ট করে জানিয়েছেন, প্যারিস আর দেরি করতে চায় না। জাতিসংঘের আসন্ন অধিবেশনে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন প্রশ্নে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ