বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চাঁদাবাজির ছায়া, মুখ খুললেন সাবেক নেত্রী

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৭ ১০:১৫:২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চাঁদাবাজির ছায়া, মুখ খুললেন সাবেক নেত্রী

রাজধানীর গুলশানে এক সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সংগঠনটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা ফেসবুক পোস্টে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন, আটক পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজি, হুমকি ও সহিংসতার অভিযোগ আগেও ছিল, তবে সংগঠনের ভেতরে এসব বিষয়ে কেউ কথা বলত না।

শনিবার (২৬ জুলাই) রাতে উমামা ফাতেমা সামাজিক যোগাযোগ মাধ্যমে আটক পাঁচজনের একটি ছবি পোস্ট করে লেখেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত পাঁচজনের চাঁদাবাজির খবর শুনে আমার পরিচিতরা এতটাই অবাক হচ্ছেন, যেন তারা সদ্য জানতে পারলেন এসব। অথচ আমি নিজেই দীর্ঘদিন ধরে দেখেছি, কীভাবে এই ছেলেগুলো বিভিন্ন নেতার ছায়ায় থেকে প্রটোকল দিয়ে গুলশান-বনানীর মতো এলাকায় অবাধে চলাফেরা করত।”

তিনি আরও বলেন, “রিয়াদ নামে এই ছবিতে থাকা এক সদস্য গত ডিসেম্বরে রূপায়ন টাওয়ারে আমার সামনেই অত্যন্ত উশৃঙ্খল আচরণ করে। আমরা নারী সদস্যরা যখন তাকে থামাতে যাই, তখন সে আমাদের ওপরই চড়াও হয়। পরে খোঁজ নিয়ে জানতে পারি তার বিরুদ্ধে হুমকি ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।”

উমামার বক্তব্যে স্পষ্ট, সংগঠনের ভেতরে দীর্ঘদিন ধরে ক্ষমতাধর ব্যক্তিদের ছত্রছায়ায় কিছু কর্মী নানা অপকর্ম করে যাচ্ছিল, কিন্তু এসব নিয়ে কেউ কথা বললে তাকে চুপ করিয়ে দেওয়া হতো। তিনি আক্ষেপ করে বলেন, “যখন কারও অসততা বা দুর্নীতির কথা জানানো হতো, তখন দেখা যেত সংগঠনের ভেতর থেকে একটিও শব্দ আসছে না। এক ধরণের পিনড্রপ সাইলেন্স ছিল, যেন সত্য বলা অপরাধ।”

সাবেক মুখপাত্র বলেন, “আজকের এই চাঁদাবাজির ঘটনার পর সবাই যেভাবে অবাক হচ্ছেন, তা হাস্যকর। তারা যেন সদ্য জন্ম নেওয়া শিশুর মতো আচরণ করছেন, আর ভাবছেন এরা হঠাৎ করে চাঁদাবাজ হয়ে গেছে। বাস্তবে কিন্তু এই কাজগুলো তারা বহুদিন ধরেই করছে—এবার কেবল পুলিশের হাতে ধরা পড়েছে।”

তিনি আরও বলেন, “যারা এই সংগঠনকে আদর্শের জায়গা থেকে গড়ে তুলেছিল, তারা এখন হতাশ হয়ে তাকিয়ে দেখছে কীভাবে এটি দুর্নীতিগ্রস্তদের হাতে পড়ে নষ্ট হয়ে গেছে। আজকে যে অবস্থার সৃষ্টি হয়েছে, সেটা বহুদিন ধরে জমে থাকা অনৈতিক সংস্কৃতিরই ফল।”

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ