বরিশালে বিএনপি নেতাদের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ

বরিশাল ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৭ ১৬:৫৬:৪৭
বরিশালে বিএনপি নেতাদের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ
ছবি: কালের কণ্ঠ

বরিশালের গৌরনদীতে বিএনপির প্রস্তুতি সভায় দলীয় কোন্দলের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

রবিবার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে উপজেলা বিএনপির উদ্যোগে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল।

গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, “আমাকে সভায় দাওয়াত না দিলেও আমি উপস্থিত হয়েছিলাম। সেখানে উপস্থিত সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান ও তার ঘনিষ্ঠরা কুরুচিপূর্ণ মন্তব্য করেন। আমার কর্মীরা এর প্রতিবাদ করলে কথা-কাটাকাটির একপর্যায়ে হান্নান গ্রুপের লোকজন আমাদের ওপর হামলা চালায়।”

তিনি জানান, হামলার সময় পৌর ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রমজান হোসেনকে একা পেয়ে মারধর করা হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তবে ভিন্ন বক্তব্য দিয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান। তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে সভা করছিলাম। এমন সময় কিছু লোক ভেতরে ঢুকে আমাদের দুজন কর্মীর ওপর হামলা চালায়।”

ছাত্রদল নেতা জসিম শরীফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, “বিএনপির অভ্যন্তরীণ বিরোধের কারণে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠানো হয় এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ