আন্দোলনের ভাষণ শেষে ‘জয় বাংলা’ স্লোগান, তারপর যা ঘটল…

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ১৯:১৪:২৬
আন্দোলনের ভাষণ শেষে ‘জয় বাংলা’ স্লোগান, তারপর যা ঘটল…
ছবি: সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালসহ স্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানাতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় সরোয়ার হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কের গোলচত্বরে এই ঘটনা ঘটে। আটক সরোয়ার হাওলাদার বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা। তিনি দাবি করেছেন, বক্তৃতার শেষে অসাবধানতাবশত মুখ ফসকে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করেছেন।

আন্দোলনের নেতারা অভিযোগ করেছেন, স্বাস্থ্য খাতের সংস্কার দাবিতে তাদের চলমান কর্মসূচিকে বিতর্কিত করার উদ্দেশ্যে সরোয়ার হাওলাদার পরিকল্পিতভাবে এই স্লোগান দিয়েছেন। এ বিষয়ে উভয়পক্ষের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার সাবেক আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ জানান, আন্দোলনের সময় সরোয়ার হাওলাদার এসে সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, শেবাচিম হাসপাতালে তার মাকে ভর্তি রেখে চিকিৎসা করানোর সময় চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং হয়রানির শিকার হন। ক্ষোভ থেকে তিনি আন্দোলনের পক্ষে বক্তব্য দিতে চান।

সোহাগের দাবি, বক্তব্যের শেষে সরোয়ার ‘জয় বাংলা’ স্লোগান দিলে উপস্থিত জনতার মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও অভিযোগ করেন, একটি সিন্ডিকেট তাদের আন্দোলনকে ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে এবং এরই অংশ হিসেবে এই ঘটনা ঘটতে পারে। এর আগে, দুদিন আগে আন্দোলনকারীদের ওপর একদল ব্যক্তি হামলা চালিয়েছিল বলেও তিনি জানান।

এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার বলেন, সরোয়ার হাওলাদারকে হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আশিক


কিশোরগঞ্জের নিকলীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের সংঘর্ষ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ১৮:৩৪:৫৯
কিশোরগঞ্জের নিকলীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের সংঘর্ষ
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দরগাহাটি এলাকায় এই ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, নিকলী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের পক্ষ এবং নিকলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজাহারুল ইসলাম সোহেলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধ বালু উত্তোলন নিয়ে বিরোধ চলে আসছিল। গত রাতের যৌথ অভিযানে ইউএনও, এসিল্যান্ড, সেনাবাহিনী ও পুলিশ তাদের লাখ টাকা জরিমানা করে।

আজ সকালে বাজার থেকে রিকশায় বাড়ি ফেরার পথে আজাহারুল ইসলাম সোহেলকে গিয়াস উদ্দিনের লোকজন পথরোধ করে হামলা চালায়। খবর পেয়ে যুবদলের কর্মীরা ঘটনাস্থলে গেলে গিয়াস উদ্দিনের অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর পুনরায় হামলা চালায়। এতে যুবদলের পক্ষের কয়েকজন আহত হন এবং দুইটি দোকান ভাঙচুর হয়। গুরুতর আহত এক ব্যক্তিকে ঢাকায় পাঠানো হয়েছে।

নিকলী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলী বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, সংঘর্ষে কয়েকজন গুরুতর আহত হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

/আশিক


কুষ্টিয়ায় বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানদারের কান কামড়ে ছিঁড়ে দিলো যুবক

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ১৮:২৮:০৯
কুষ্টিয়ায় বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানদারের কান কামড়ে ছিঁড়ে দিলো যুবক
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পঁচামাদিয়া গ্রামে বাকিতে সিগারেট না দেওয়ার বিরোধে সুমন হোসেন (২০) নামে এক যুবক দোকানদার আমানুজ্জামানের ডান কানে কামড়ে তা ছিঁড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১১ আগস্ট) সকালে এ ঘটনায় আমানুজ্জামান (৪৫) আহত হন এবং বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, পঁচামাদিয়া গ্রামের মৃত রমজান মণ্ডলের ছেলে আমানুজ্জামানের দোকানে প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে সুমন হোসেন বাকিতে সিগারেট নিতে যান। কিন্তু দোকানদার পূর্বের দেনা পরিশোধ না হওয়া পর্যন্ত সিগারেট বিক্রি করতে অস্বীকার করেন। এ নিয়ে তারা বাকবিতণ্ডায় লিপ্ত হন। এক পর্যায়ে সুমন হাঁসুয়া দিয়ে আঘাতের চেষ্টা করেন, যা ব্যর্থ হয়। এরপর হঠাৎ করে তিনি দোকানদারের ডান কানে কামড় দিয়ে তা ছিঁড়ে ফেলেন।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আমানুজ্জামানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর মঙ্গলবার দুপুরে আহতের বড় ভাই নাজমুল ইসলাম দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, অভিযোগ পেয়েছেন এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/আশিক


মাত্র ৭ বছরে ৮৮ দিনে কোরআন হিফজ করলো নবীনগরের ফাহিম

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ১৮:১৯:১০
মাত্র ৭ বছরে ৮৮ দিনে কোরআন হিফজ করলো নবীনগরের ফাহিম
ছবি: জনকণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাত্র ৭ বছর বয়সেই ৮৮ দিনে পবিত্র কোরআন মুখস্থ করে বিরল সাফল্যের নতুন উদাহরণ তৈরি করেছে মোহাম্মদ ফাহিম মৃধা। নবীনগর পৌর এলাকার নারায়নপুরে অবস্থিত মারকাজুদ তাজভীদ ইন্টারন্যাশনাল মাদরাসায় গত বৃহস্পতিবার (৭ আগস্ট) তাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

ফাহিমের বাবা ফারদুল হক মৃধা নারায়নপুর এলাকার একজন ক্রোকারিজ ব্যবসায়ী। সীমিত আয়ের পরিবারে জন্ম নেওয়া ফাহিম ধর্মীয় শিক্ষায় তার অদম্য মনোবল ও একাগ্রতায় সবাইকে অবাক করেছে। ফাহিম তার দুই ভাই-বোনদের মধ্যে সবার ছোট।

ফাহিম নিজেও বলেন, “সকলের দোয়া ও সহযোগিতায় আল্লাহর রহমতে অল্প সময়ের মধ্যে কোরআন মুখস্থ করতে পেরেছি। আমার ইচ্ছে ভবিষ্যতে বিশ্বজয়ী হাফেজ ও একজন বড় আলেম হওয়া, ইনশাআল্লাহ।”

তার বাবা-মা বলেন, “৮৮ দিনে কোরআন হিফজের গৌরব অর্জন করায় আমরা গর্বিত। মাদ্রাসার শিক্ষকগণের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আশা করি, ফাহিম এই অর্জন ধরে রাখতে পারবে। সেজন্য সকলের দোয়া কামনা করছি।”

শিক্ষক হাফেজ মাওলানা ইয়াসিন বলেন, “ফাহিম অত্যন্ত শান্ত প্রকৃতির ছেলে। প্রতিদিন ভোরে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে। কম সময়ে কোরআনের মহাগ্রন্থ আয়ত্ত করার মধ্যে তার কঠোর পরিশ্রম ও মনোযোগ স্পষ্ট।”

মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ মনির যোগ করেন, “ফাহিম ধারাবাহিক কঠোর অধ্যবসায় ও মনোযোগ দিয়ে মাত্র ৮৮ দিনে কোরআন হিফজ সম্পন্ন করেছে। তার মধ্যে নিঃশব্দ সাধনার ছাপ স্পষ্ট। এটি শুধু তার নিজের শ্রম নয়, পরিবারের, শিক্ষক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার ফল। ফাহিম প্রতিদিন তাহাজ্জুদ নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াতের শুরু করে যা তার হৃদয়ে আলোর পথ সৃষ্টি করেছে।”

পরিবার ও শিক্ষকবৃন্দ আশা প্রকাশ করেন, ফাহিম কোরআনের আলো নিজের জীবনে ধারণ করে আগামী দিনে ইসলামী জ্ঞান ও নৈতিকতা নিয়ে সমাজের নেতৃত্ব দেবে এবং দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ইসলামি সেবায় অবদান রাখবে।

/আশিক


খুলনায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১২ ১৭:৫০:২১
খুলনায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) খুলনার সোনাডাঙ্গা থানায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়ের মাধ্যমে মামলাটি করা হয়। সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে আছেন খুলনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট এমএম মুজিবুর রহমান, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, এসএম কামাল হোসেন এবং অ্যাডভোকেট পারভেজ আলম খান। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, মামলার প্রধান আসামি এমএম মুজিবুর রহমান বর্তমানে পলাতক রয়েছেন। তাকে এবং অন্য আসামি পারভেজ আলম খানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২২ এপ্রিল খুলনা মহানগরীর ময়লাপোতা এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয় এমএম মুজিবুর রহমানকে। তার মোবাইল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও জুম অ্যাপসের মাধ্যমে ‘তেরখাদা উপজেলা আওয়ামী লীগ’, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’, ‘বিজয় একাত্তর’ ও ‘জয় বাংলা আমার প্রাণ’ নামে বিভিন্ন গ্রুপের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছিল।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতির জন্য আবেদন করে। গত ৪ আগস্ট কেএমপিকে এই অনুমতি দেওয়া হয়। এরপর সোমবার সোনাডাঙ্গা থানায় ৪৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

/আশিক


অবাধ লুটপাটে পাথরশূন্য হয়ে যাচ্ছে সিলেটের সাদাপাথর

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১১ ২১:২৫:৫৫
অবাধ লুটপাটে পাথরশূন্য হয়ে যাচ্ছে সিলেটের সাদাপাথর
ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় দীর্ঘদিন ধরে অব্যাহত পাথর লুটপাটের কারণে প্রাকৃতিক সম্পদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনের নজরদারি ও পদক্ষেপের অভাবে এখন এই অঞ্চলটি প্রায় পাথরশূন্য হয়ে বিরানভূমিতে পরিণত হচ্ছে। স্থানীয়রা জানায়, সাম্প্রতিক পাহাড়ি ঢলের ফলে নদীর পানির উচ্চতা বাড়ায় পর্যটকদের আগমন কমে গেছে, যা অনুৎপাদনীয় সুযোগ হিসেবে কাজে লাগিয়ে দিনরাত পাথর উত্তোলন চলছে। শুধুমাত্র গত এক সপ্তাহে নৌকা যোগে হাজারের বেশি ট্রিপে পাথর সরানো হয়েছে।

আঞ্চলিক সূত্র জানায়, দুই সপ্তাহ ধরে কয়েক দফা পাহাড়ি ঢল নেমে ধলাই নদীর উৎসমুখে বিপুল বোল্ডার ও বালু জমেছে। সেই বালু সরিয়ে প্রকাশ্যে পাথর উত্তোলন করছে একটি দুর্ধর্ষ চক্র। স্থানীয়দের দাবি, ইতিমধ্যেই শত কোটি টাকার মূল্যমানের পাথর লুটপাট হয়ে গেছে। যেখানে একসময় স্তরে স্তরে পাথরের স্তূপ ছিল, এখন সেখানে বড় বড় গর্ত দেখা যাচ্ছে।

১৯৯০ সালের পর দীর্ঘ ২৭ বছর পর আবারও এই এলাকায় বিপুল পরিমাণ পাথর জমা হলে উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে এলাকাটি সংরক্ষিত হয়ে পর্যটকদের জন্য আকর্ষণীয় জায়গা হিসেবে পরিচিতি পায়। কিন্তু বর্তমানে সেই সৌন্দর্য বিনষ্ট হওয়ার পথে।

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা বলেন, "সাদাপাথর লুট শুধু প্রাকৃতিক সম্পদের বিনাশ নয়, এটি কর্মসংস্থান হারানো, পর্যটন শিল্পের ক্ষতি এবং পরিবেশের ভারসাম্য বিনষ্টের সংকেত।"

সিলেট জেলা প্রশাসক মো. শের মাহবুব মুরাদ জানান, "সীমিত জনবল থাকার কারণে তৎপরতা সীমিত, তবে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। শিগগিরই তাদের সঙ্গে সমন্বয় করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।"

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের মাহমুদ আদনান বলেন, "এককভাবে পুলিশ এই অবস্থা নিয়ন্ত্রণ করতে পারবে না, এজন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন।"

সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, "পর্যটন স্পটে পাথর লুটপাট সহ এমন অবৈধ কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না। ইতিমধ্যে একটি পরিদর্শন টিম পাঠানো হয়েছে এবং পুলিশ ও বিজিবির সমন্বয়ে কঠোর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।"

/আশিক


ফেনীর সীমান্ত থেকে বাংলাদেশি বৃদ্ধকে আটক করে নিয়ে গেল বিএসএফ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১১ ২০:১২:৫৭
ফেনীর সীমান্ত থেকে বাংলাদেশি বৃদ্ধকে আটক করে নিয়ে গেল বিএসএফ
ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরাম সীমান্ত থেকে ৬৩ বছর বয়সী নুরুল ইসলামকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর কেতরাঙ্গা এলাকার ২১৭৪ নম্বর সীমান্ত পিলার থেকে তাকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। নুরুল ইসলাম বক্সমাহমুদ ইউনিয়নের কৈয়ার কোনা গ্রামের সুলতান আহাম্মদের ছেলে। স্থানীয়রা জানান, তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী।

বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, আটকের বিষয়টি বিএসএফ কর্তৃপক্ষ জানিয়েছে। বর্তমানে নুরুল ইসলামের ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিএসএফ নীতিগতভাবে আইনি প্রক্রিয়া শেষে তাকে ফেরত দেয়ার সম্মতি জানায়। আশাকরা বিকেলের মধ্যে তাকে ফিরিয়ে দেওয়া হবে। ফেরত দেওয়ার পর বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হবে।

/আশিক


হঠাৎ বন্যায় শিবগঞ্জে পানিবন্দি ১১ হাজারের বেশি পরিবার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১১ ১৯:২৬:০৫
হঠাৎ বন্যায় শিবগঞ্জে পানিবন্দি ১১ হাজারের বেশি পরিবার
ছবি: সংগৃহীত

পদ্মা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নের প্রায় ১১ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে প্রায় ৫০০ হেক্টর জমির ফসল। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, পদ্মার পানি এখনো বিপদসীমার নিচে ০.৪৩ সেন্টিমিটার অবস্থান করছে। তবে পানি প্রবাহের গতি বাড়ছে এবং আগামী দুই দিন পানির আরও বৃদ্ধি হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে নদীর পানি ২১.৬৪ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

সরেজমিন পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁকা ও উজিরপুর ইউনিয়নের পুরো এলাকা এবং দূর্লভপুর ও মনাকষা ইউনিয়নের কিছু অংশ পানিতে তলিয়ে গেছে। অনেক পরিবার গৃহপালিত পশু অন্যত্র সরিয়ে নিয়েছে। শিশুরা ঘরের চকি ও টেবিলের ওপর অবস্থান করছে। আশ্রয়কেন্দ্রের অভাবে অনেকেই শিক্ষা প্রতিষ্ঠান বা বাঁধের ওপর আশ্রয় নিয়েছে।

দূর্লভপুর ইউনিয়নের বাদশাহপাড়া গ্রামের প্রতিবন্ধী গুমানী মণ্ডল বলেন, “কয়েকদিন আগে পদ্মায় আমার শেষ সম্বল ভেসে গেছে। এখন খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে, তার ওপর আবার বন্যার পানি ঘরবাড়ি ডুবিয়ে দিয়েছে।” একই এলাকার সোহরাব আলী জানান, বাড়িঘর ভেঙে নৌকায় করে অন্যত্র যাওয়ার পথে নৌকা ডুবে যাওয়ায় যা ছিল তাও হারিয়েছেন।

দূর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম জানান, তার ইউনিয়নের প্রায় তিন হাজার পরিবারের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি। পাঁকা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেকের ভাষ্য, পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং বন্যা এখন মারাত্মক আকার ধারণ করেছে।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিঞা জানান, বন্যায় ৪২৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩৯৫ হেক্টর জমির আউশ ধান, ২৫ হেক্টর জমির সবজি, পাঁচ হেক্টর জমির হলুদ এবং দুই হেক্টর জমির কলা তলিয়ে নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের প্রস্তুতি চলছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী জানান, বন্যার কারণে ১২টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করা হয়েছে এবং প্রায় ৫০০ পরিবারের মধ্যে শুকনো খাবার, টিন, নগদ অর্থ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

/আশিক


দুর্নীতি পুরোপুরি নির্মূল সম্ভব না: দুদক চেয়ারম্যান

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১১ ১৮:০৫:১৮
দুর্নীতি পুরোপুরি নির্মূল সম্ভব না: দুদক চেয়ারম্যান
ছবি: সংগৃহীত

দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, তবে তা কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। সোমবার (১১ আগস্ট) জয়পুরহাটের শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এক গণশুনানিতে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধান বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বায়তুল মোকাররমের খতিব পালিয়ে গেছেন, যার পেছনে দুর্নীতি বড় কারণ। এছাড়া দেশের বিভিন্ন সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিষয়েও তদন্ত করা প্রয়োজন। তিনি নিজেও স্বচ্ছতার জন্য খোঁজ নেয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দুর্নীতি পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও সবাই যদি আন্তরিকভাবে কাজ করেন, তাহলে তা অনেকটা কমানো সম্ভব। তিনি অভিযোগ খতিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন।

গণশুনানিতে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক আকতার হোসেন, রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক, পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. সবুর আলী প্রমুখ।

/আশিক


আন্দোলন থামাতে চাঁদা দাবি নিয়ে ভিডিও ভাইরাল, শোকজ এনসিপি নেতা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১১ ১৬:৪২:৪৩
আন্দোলন থামাতে চাঁদা দাবি নিয়ে ভিডিও ভাইরাল, শোকজ এনসিপি নেতা
এনসিপির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়ক নিজাম উদ্দিন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়ক নিজাম উদ্দিনকে কারণ দর্শানোর জন্য শোকজ নোটিশ পাঠানো হয়েছে। আজ (সোমবার) দুপুরে এনসিপির পক্ষ থেকে তাকে এই নোটিশ প্রদান করা হয়। শোকজ নোটিশে নিজাম উদ্দিনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। এই ব্যাখ্যা তিনি দলের চট্টগ্রাম মহানগরের প্রধান যুগ্ম সমন্বয়ক মীর আরশাদুল হকের কাছে দিতে পারবেন।

গত রোববার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে চট্টগ্রাম বন্দরে চলমান এক আন্দোলন থামানোর জন্য চাঁদা আদায়ের কথা বলা হচ্ছে। ভিডিওতে দেখা যায়, নিজাম উদ্দিন তার ঘনিষ্ঠ সহযোগী রিফাতের সঙ্গে আন্দোলন থামানোর উদ্দেশ্যে চাঁদার পরিমাণ নিয়ে আলোচনা করছেন। ভিডিওতে রিফাত জানান, সংশ্লিষ্টরা ‘পাঁচ টাকা’ অর্থাৎ পাঁচ লাখ টাকা দিতে চায়, যার উত্তরে নিজাম বলেন, ‘দেখো ১০ টাকা নিতে পারো কিনা’, যা অর্থাৎ দশ লাখ টাকা বোঝানো হয়েছে।

একজন এনসিপির নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভিডিওতে ব্যবহৃত ‘পাঁচ টাকা’ ও ‘১০ টাকা’ শব্দ দুটি পাঁচ লাখ ও দশ লাখ টাকার প্রতীক। কথোপকথনের এক পর্যায়ে রিফাত জানান, এত টাকা পাওয়া সম্ভব নয়। তবে নিজাম তাকে আশ্বস্ত করেন যে, আন্দোলন বন্ধ হয়ে যাবে এবং তিনি টাকার ব্যবস্থা করার নির্দেশ দেন।

নিজাম উদ্দিন রোববার রাতে এই অভিযোগগুলো অস্বীকার করে বলেন, এটি তার বিরুদ্ধে পরিকল্পিত একটি ষড়যন্ত্র। তিনি দাবি করেন, ভিডিওটি সুপার এডিটেড এবং একটি পক্ষ তার বিরুদ্ধে বিরাজমান ষড়যন্ত্রের অংশ মাত্র।

/আশিক

পাঠকের মতামত: