বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৭ ১৭:০৭:০১
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড
ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার চারজনের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৭ জুলাই) ঢাকা মহানগর হাকিম আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান শুনানি শেষে এই রিমান্ড আদেশ দেন।

চারজন গ্রেপ্তারকৃত হলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং মো. ইব্রাহিম হোসেন।

আদালতে রিমান্ড শুনানির সময় গুলশান থানার পরিদর্শক মোখলেছুর রহমান তদন্তের স্বার্থে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে শামসুদ্দোহা সুমনের সঙ্গে বিএনপিপন্থী কয়েকজন আইনজীবীও সর্বোচ্চ রিমান্ড চেয়ে যুক্তি দেন। অন্যদিকে, আসামিপক্ষ জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত প্রত্যেককে সাত দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

এর আগে একই দিন গুলশান থানায় সিদ্দিক আবু জাফর নামে এক ব্যক্তি বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। এতে মোট ছয়জনকে আসামি করা হয়। এজাহারে যাদের নাম রয়েছে তারা হলেন—আব্দুর রাজ্জাক রিয়াদ, কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন এবং আইনসংঘাতকারী এক কিশোর। এ ছাড়া মো. আমিনুল ইসলাম নামের আরও একজনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ১৭ জুলাই সকালে প্রধান আসামি রিয়াদ ও কাজী অপু গুলশানের একটি বাড়িতে গিয়ে সাবেক এমপি শাম্মী আহমেদের কাছে ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন। দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে তাকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে আখ্যা দিয়ে পুলিশের ভয় দেখান এবং চাপ দিতে থাকেন।

এ অবস্থায় বাদী সিদ্দিক আবু জাফর বাধ্য হয়ে নিজের পাঁচ লাখ টাকা এবং ভাইয়ের কাছ থেকে আরও পাঁচ লাখ টাকা এনে তাদের হাতে তুলে দেন। পরে ১৯ জুলাই এবং ২৬ জুলাই আবারও তারা বাদীর বাসায় গিয়ে হুমকি দেন এবং দাবি করা বাকি ৪০ লাখ টাকা না দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখান।

শেষবার ঘটনার সময় গুলশান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। তবে অভিযুক্ত কাজী গৌরব অপু পালিয়ে যান।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ