রাতে ‘নৌকা’ ঝুলিয়ে রাখায় গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মী

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৬ ০৯:২৪:১৪
রাতে ‘নৌকা’ ঝুলিয়ে রাখায় গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মী
বাঁশ ও কাপড় দিয়ে বানানো নৌকাটি রাস্তার মোড়ে টাঙানো হয়। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাতের আঁধারে রাস্তার পাশে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি ‘নৌকা’ ঝুলিয়ে রাখার ঘটনায় এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তি ময়নাল হক (৩৫), যিনি স্থানীয় মৃত আকাব আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আরেকজন জড়িত আছেন—মৃত আব্দুস সামাদের ছেলে বারেক (৫৫)। দুজনেই স্থানীয়ভাবে আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে কুড়ার পাড় বাজার এলাকায় বাঁশ ও কাপড় দিয়ে তৈরি একটি নৌকা রাস্তার পাশে ঝুলিয়ে দেন ময়নাল ও বারেক। সেই নৌকার সঙ্গে একটি ডিজিটাল ব্যানারে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানসহ নিজেদের ছবি লাগানো ছিল।

শুক্রবার সকালে ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘটনাস্থলে গিয়ে ব্যানারে থাকা ছবি দেখে ময়নাল হককে শনাক্ত করে গ্রেপ্তার করে এবং নৌকাটি থানায় নিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, ময়নালের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে এবং শুক্রবার দুপুরে তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত অপর ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ