কুমিল্লায় মহাসড়কে কুপিয়ে হত্যা, নিহত যুবকের নামে ২৩ মামলা!

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৬ ০৯:৪১:৪৯
কুমিল্লায় মহাসড়কে কুপিয়ে হত্যা, নিহত যুবকের নামে ২৩ মামলা!
মো.আল-মামুন । ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে মো. আল-মামুন (৩০) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মামুন কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের বাসিন্দা ও স্থানীয় মুকবুল মেম্বারের ছেলে।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল-মামুনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, মামুন ঢাকা থেকে কক্সবাজারগামী একটি বাসে করে তিন নারীসহ যাচ্ছিলেন। গৌরীপুর এলাকায় বাসটি থামলে মামুন পানি কিনতে নিচে নামেন। ঠিক তখনই তিন-চারজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তিনি ঘটনাস্থলেই মারা যান। হামলাকারীরা হত্যার পর দ্রুত পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, নিহত মামুনের বিরুদ্ধে দাউদকান্দি, তিতাসসহ আশপাশের থানায় হত্যা, মাদক ও চাঁদাবাজির মোট ২৩টি মামলা রয়েছে। তিনি এলাকায় মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে জড়িত ছিলেন বলে স্থানীয়দের ভাষ্য।

পুলিশ আরও জানায়, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাত ৪টার দিকে গৌরীপুর মোড়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেকপোস্টে আল-মামুনকে আটক করা হয়েছিল। ওই সময় তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ও ৩০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়, এবং কিছুদিন পর তিনি জামিনে মুক্ত হন।

তবে এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত এবং এর প্রকৃত কারণ কী, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ