মিশিগানে ওয়ালমার্টে ছুরিকাঘাতে আহত অন্তত ১১, সন্দেহভাজন আটক

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৭ ১১:০৭:০৪
মিশিগানে ওয়ালমার্টে ছুরিকাঘাতে আহত অন্তত ১১, সন্দেহভাজন আটক
ছবিঃ সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ট্রাভার্স সিটিতে একটি ওয়ালমার্ট স্টোরে শনিবার ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ একজন সন্দেহভাজনকে আটক করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে।

ট্রাভার্স সিটির মুন্সন মেডিকেল সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা "স্বাভাবিকের চেয়ে অনেক বেশি রোগীর চাপ" মোকাবিলা করছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে ধারণা করা হচ্ছে, যদিও তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

মিশিগান স্টেট পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ঘটনাটিকে “একাধিক ছুরিকাঘাতের ঘটনা” হিসেবে তদন্ত করছে এবং এই মুহূর্তে বিস্তারিত তথ্য সীমিত। সন্দেহভাজন ব্যক্তি পুলিশের হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেছে তারা।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানের ট্রাভার্স সিটিতে, যা লেক মিশিগানের নিকটবর্তী হওয়ার কারণে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত। ছুটির দিনে কেনাকাটার ভিড় থাকা অবস্থায় এমন সহিংসতার ঘটনায় শহরের বাসিন্দারা ও পর্যটকরা আতঙ্কিত হয়ে পড়েন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি বিভাগ সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে এবং আহতদের চিকিৎসা দিতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে। এখনো ঘটনার পেছনের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি, তবে স্থানীয় প্রশাসন জনগণকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে।

এই সহিংস হামলা যুক্তরাষ্ট্রের জনবহুল স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বেশ কয়েকটি ছুরিকাঘাত বা বন্দুক হামলার ধারাবাহিকতায় নতুন করে নিরাপত্তা প্রশ্নের জন্ম দিয়েছে।

-হাসানুজ্জামান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ