প্রাক-মৌসুমেই দুর্দান্ত ম্যানইউ, ফার্নান্দেজের জোড়া গোল

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৭ ১০:৫৩:১৩
প্রাক-মৌসুমেই দুর্দান্ত ম্যানইউ, ফার্নান্দেজের জোড়া গোল
ছবিঃ সংগৃহীত

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগ সামার সিরিজ টুর্নামেন্টে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নিয়ে যুক্তরাষ্ট্র সফরের যাত্রা শুভ করল ম্যানচেস্টার ইউনাইটেড। দলের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের অনবদ্য জোড়া গোলে ম্যাচে এগিয়ে যায় রুবেন আমোরিমের দল।

ম্যাচের শুরুতেই ফ্রান্সের গোলরক্ষক আলফঁস আরেওলার দুটি বড় ভুলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। মাত্র পঞ্চম মিনিটেই বল নিয়ন্ত্রণে রাখতে গিয়ে আয়ডেন হেভেনকে ফাউল করেন আরেওলা, যার ফলে স্পটকিক পায় ইউনাইটেড। পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান ফার্নান্দেজ।

দ্বিতীয়ার্ধে ৫২তম মিনিটে আবারও গোল করেন পর্তুগিজ তারকা। প্রতিপক্ষ গোলরক্ষকের আরও একটি হাস্যকর ভুলে বল চলে যায় কোবি মেইনুর পায়ে। মেইনু সেটআপ করে দেন ফার্নান্দেজকে, যিনি দারুণ এক চিপ করে গোলরক্ষককে ফাঁকি দেন।

ওয়েস্ট হ্যামের হয়ে জাররড বোয়েন ৬৩তম মিনিটে ব্যবধান কমান। শেষ মুহূর্তে তার শট ঠেকিয়ে দেন ইউনাইটেডের গোলরক্ষক আলতাই বায়িন্দির। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে রেড ডেভিলরা।

ম্যাচ শেষে ফার্নান্দেজ বলেন, “জেতাটা সবসময়ই ভালো, হোক তা প্রীতি ম্যাচ হলেও। আমরা প্রতিটি ম্যাচকেই গুরুত্ব দিচ্ছি যেন মৌসুমের জন্য ভালোভাবে প্রস্তুত হতে পারি। আজ বল পজেশন বেশ ভালো ছিল, কিছু সময় আমরা তাড়াহুড়ো করেছি, সেটা ঠিক করতে হবে।”

ম্যানইউয়ের নতুন ৮৭ মিলিয়ন ডলারের সাইনিং ব্রায়ান এমবিউমো মার্কিন সফরে থাকলেও এ ম্যাচে অংশ নেননি। ধারণা করা হচ্ছে, আগামী বুধবার শিকাগোতে বোর্নমাউথের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তার অভিষেক হতে পারে।

অন্যদিকে দিনের আরেক ম্যাচে বোর্নমাউথ ৩-০ গোলে হারিয়েছে এভারটনকে। দলের হয়ে একটি করে গোল করেছেন ফিলিপ বিলিং, ড্যাঙ্গো আউটার ও ড্যানিয়েল আদু-আদজেই। দ্বিতীয়ার্ধে দারুণ এক গোলের মাধ্যমে দলকে এগিয়ে দেন বিলিং। পরে আউটার ও আদু-আদজেই গোল করে বড় জয় নিশ্চিত করেন আন্দোনি ইরাওলার শিষ্যরা।

-আলমগীর হোসেন, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ